ভারতীয় দলে এই মূহূর্তে প্রত্যেক পজিশনেই প্রায় একাধিক বিকল্প ক্রিকেটার রয়েছে। যেমন রোহিত শর্মা-যশস্বী জসওয়াল টেস্টে ওপেনিং করেন, রোহিতের সঙ্গে কখনও গিল ওপেনিং করেন ওডিআইতে। আবার টি২০তে পুরো অন্য সেট, অর্থার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং করেন। অর্থাৎ পজিশন এক হলেও সেখানে সুযোগ পাওয়ার জন্য দাবিদার যেমন অনেক, তেমন প্রতিযোগিতাও অনেক বেশি।
তবে এই অতিরিক্ত বিকল্প ক্রিকেটারের একসঙ্গে আলাদা আলাদা ফরম্যাটে খেলাই একদিন ভারতীয় দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার জাহির খান। এই যেমন তিন নম্বর থেকে পাঁচ নম্বর পজিশনের মধ্যে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল, ঋষভ পন্ত, তিলক বর্মা ছাড়াও কখনও প্রয়োজনে অক্ষর প্যাটেলকে পাঠানো হয় আবার কখনও রিঙ্কু সিং আসেন।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
গম্ভীরের সিদ্ধান্ত ধাক্কা দিতে পারে দলকে
কিন্তু এই অতিরিক্ত বিকল্প থাকার ফলে দলের স্থায়ী ক্রিকেটারদের মধ্যেও একটা চিন্তার বিষয় গ্রাস করতে পারে বলে মনে করছেন জাহির খান। তাঁর মতে, সব পজিশনে খেলার মতো ফ্লেক্সিবেল বা ভার্সেটাইল ক্রিকেটার খেলাতে গিয়ে ভারত অনেককেই মানসিক চাপে ফেলে দিচ্ছে। অর্থাৎ তাঁদের দলে জায়গা পাকা কিনা সেই বিষয়ে সন্ধিহান হয়ে পড়ছেন কেউ কেউ। আর এটাই একদিন গম্ভীরের ম্যানেজমেন্টকে ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন জাহির খান।
কমিউনিকেশনে জোর দিচ্ছেন জাহির-
জাহির খান বলছেন, ‘সবাই বলছে ক্রিকেটারদের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ওপেনাররা এক থাকবেন, কিন্তু বাকিদের মধ্যে ভার্সেটালিটি খুঁজছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেক্ষেত্রেও কিছু নিয়ম তো থাকা উচিতই যেগুলো মেনে চলা উচিত। স্পষ্টভাবেই সকলের কাছে একটা কমিউনিকেশন যাওয়া জরুরি, যাতে স্বচ্ছতা থাকে। নাহলে একটা সময় পর ক্রিকেটারদের মধ্যে দলের ভিতরেই ইনসিকিউরিটি বোধের জন্য সমস্যা তৈরি হবে, যার জেরে ক্ষতি হবে দলের। তাই সেই পরিস্থিতির জন্যেও তৈরি থাকতে হবে ’।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
অধিনায়ক-কোচ-নির্বাচকদের এক ভাবনা নিয়ে চলতে হবে-
গৌতম গম্ভীরের পরিবর্তেই লখনউ সুপার জায়ান্ট দলের মেন্টর পদে গেছেন জাহির খান। তিনি মনে করছেন কোচ, ক্রিকেটার, অধইনায়ক, নির্বাচক সবাইকে এক সূত্রে গাঁথতে হবে, যাবে সবার টার্গেটই এক থাকে। আর যেন স্পষ্ট ধারণাও থাকে নিজেদের কাজ সম্পর্কে। ঠিকঠাকভাবে দল পরিচালনা করার জন্য, যাতে সাফল্যের চাকা অনবরতে ঘুরতে থাকে সেই জন্য সবাইকে একইভাবে অবগত রাখা উচিত বলে মনে করছেন তিনি।