মাত্র কয়েকদিন আগেই ইন্ডিয়া এ দলের হয়ে বল হাতে নজর কেড়েছিলেন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করা বোলার আকাশ দীপ। দুরন্ত বোলিংয়ের সুবাদে তিনি জায়গা পেয়ে গেছেন বাংলাদেশ সিরিজের ভারতীয় দলেও। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে আকাশ দীপ নিয়েছিলেন ৯ উইকেট। ভারতীয় উইকেটে একজন পেসারের পক্ষে ম্যাচে ৯ উইকেট নেওয়া যে মোটেই সহজ কথা নয়, সেকথা কম বেশি সকলেরই জানা।
তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও একটু কামাল দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে অবশ্য দলের খুব একটা লাভ হয়নি। কারণ বড় রানও তিনি পাননি, আর দলের হারও বাঁচাতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে বিহার থেকে উঠে আসা এই বোলার করেছিলেন ৫৪ রান। নিজের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং যে তিনি বেশ উপভোগ করেন সেটা সম্প্রতি তাঁর এক কাজ থেকেই স্পষ্ট হয়ে গেছে। সতীর্থের সঙ্গে মজা করলেন আকাশ।
আরও পড়ুন-লন্ডন থেকে ফিরেই ৪৫ মিনিট নেটে অনুশীলন কোহলির! প্রথম দিনেই পুরোদমে বোলিং বুমরাহর…
ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে দলীপ ট্রফির প্রথম ম্যাচে ব্যাটিং করার সময় বাংলা দলের সতীর্থ তথা ভারতীয় ক্রিকেটার মুকেশ কুমারের মাথার ওপর থেকে একটি বাউন্ডারি মেরেছিলেন আকাশ দীপ। সাধারণত তিনি নিজের ভালো পারফরমেন্সের বিভিন্ন ভিডিয়োই সোশাল মিডিয়ায় দিয়ে থাকেন, এক্ষেত্রেও তিনি শেয়ার করেছিলেন সেই ভিডিয়ো। আর তা দেখেই পাল্টা মুকেশ কুমারও ফের বাউন্সার ছুঁড়ে দিলেন আকাশ দীপকে লক্ষ্য করে।
আরও পড়ুন-খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার! স্মিথ-বিরাটের বন্দনায় অজি তারকা…
সোশাল মিডিয়ায় মুকেশ কুমারের রান আপ থেকে ভিডিয়ো শেয়ার করেছেন আকাশ, যেখানে দেখা যাচ্ছে সটান বাউন্ডারি মারছেন তিনি। সেই ভিডিয়োর কমেন্ট সেকশনে এরপর পাল্টা মুকেশ কুমার গিয়েও কমেন্ট করেছেন, ‘ভাই উইকেটটাও যে নিয়েছি, সেই ভিডিয়োটাও শেয়ার করে দে’। এভাবেই বাংলা দলের দুই ক্রিকেটার নিজেদের মধ্যে খুনসুটিতে মাতলেন। একঝলকে সেই বাউন্ডারির ভিডিয়ো।
আরও পড়ুন-মাহি কা জলওয়া! দর্শকদের আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…রিপোর্ট
প্রথম ইনিংসে সেই ম্যাচে ১১ রান করেছিলেন আকাশ দীপ, এরপর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৪২ বলে ৪৩ রান। প্রথম ইনিংসে মুকেশ কুমারকে বাউন্ডারি মারার পরে শেষ পর্যন্ত তার বলেই আউট হন আকাশ। মুশির খানের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ সিরিজের দলে ডাক পাওয়া এই ক্রিকেটার।