অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের ম্যাচে ৯ রানে হেরে গেছে ভারত। এবারের টি২০ বিশ্বকাপ মোটেই ভালো যায়নি ওপেনিং জুটির। শ্রীলঙ্কা ম্যাচে যাও বা স্মৃতি মন্ধনা ফর্মে ফিরেছিলেন। আসল সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবারও ব্যর্থ হয়েছেন তিনি। আর স্মৃতি ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই চাপ এসে পড়েছিল ভারতের মিডল অর্ডারের ওপর। সেখানে হরমনপ্রীত কৌর থাকলেও, দলের বাকিরা যে মোটেই তাঁর মতো আগ্রাসী ব্যাটিং করে না, সেটা সকলেরই জানা। আর এর পরই স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরদের মতো দলের সিনিয়র ক্রিকেটারদেরই একহাত নিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার পুনম রাউত। তিনি বর্তমানে দলে না থাকলেও অতীতে দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলেছেন।
হরমনপ্রীত কৌর ছাড়া ভারতীয় দলে পিঞ্চ হিটারদের মধ্যে অন্যতম জেমিমা রদ্রিগেজ এবং রিচা ঘোষ। দীপ্তি শর্মা বিশ্বকাপের মঞ্চে সেটা টি২০ হোক বা ওডিআই, রান করেছেন। তবে অতীত পরিসংখ্যান বলছে কখনই সেটা চোখে লাগার মতো গতিতে অর্থাৎ ব্যাপক কোনও স্ট্রাইক রেটে করেননি। ফলে ভারতীয় দলের এবারের পারফরমেন্স অনেকটাই নির্ভর করছিল স্মৃতি-শেফালিদের ওপেনিং জুটি ওপর। কারণ বড় মঞ্চে রিচা ঘোষ তুলনায় অনভিজ্ঞ। শেফালিও খুব অভিজ্ঞ না হলেও অতীতে আইসিসির একাধিক ইভেন্টেই খেলেছেন।
ভারতীয় দলের এই হতাশাজনক পারফরমেন্সের পরই দলের সিনিয়র ক্রিকেটারদের তোপ দেগেছেন জাতীয় দলের জার্সিতে এখন সুযোগ না পাওয়া ক্রিকেটার পুনম রাউত। এমনিতেই ভারতীয় মহিলা ব্রিগেড সোশাল মিডিয়াতেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে টি২০ বিশ্বকাপে তাঁদের হতাশাজনক পারফরমেন্সের জন্য।
পুনম রাউত সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে লেখেন, ‘১০০টা ম্যাচ খেলার অভিজ্ঞতা=০ অভিজ্ঞতা! যদি বড় ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে না লাগানো যায় ’। অর্থাৎ এক্ষেত্রে যে তাঁর আঙুল স্মৃতি মন্ধনাদের দিকে সেকথা বলাই বাহুল্য। কারণ স্মৃতি এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৬ রান করেন। তবে আন্তর্জাতিক টি২০তে তিনি ১৪৫ ম্যাচ খেলে ৩৫৬৮ রান করেছেন।
অন্যদিকে আইসিসির ইভেন্টে এবারে জোড়া অর্ধশতরান করেছেন হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়া ম্যাচেও অর্ধশতরান করেন, কিন্তু ঠিক সময় রানের গতি যেমন বাড়াতে পারেননি। তেমনই শেষ ওভারে নিজে স্ট্রাইকে না থেকে রেনুকা, শ্রেয়াঙ্কাদের স্ট্রাইকে পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারত অধিনায়ক। তিনিও দেশের হয়ে ১৭৭ টি২০ ম্যাচে খেলেছেন। ম্যাচে জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মাদের মতো ১০০র বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা থেকেও দলকে জেতাতে পারেননি, আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন পুনম।