বাংলা নিউজ > ক্রিকেট > IPL - ‘ধুর! বাজে নিয়ম একটা’… আইপিএলের এই নিয়মে অসন্তুষ্ট ভারতীয় দলের তারকা ক্রিকেটার!

IPL - ‘ধুর! বাজে নিয়ম একটা’… আইপিএলের এই নিয়মে অসন্তুষ্ট ভারতীয় দলের তারকা ক্রিকেটার!

রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল। ছবি- রাজস্থান রয়্যালস (এক্স) (Rajasthan Royals-X)

আরটিএম নিয়মের ফলে ক্রিকেটারের আর্থিক ক্ষতির দিকটি তুলে ধরে অশ্বিন বলেন, ‘কোনও ক্রিকেটারের সর্বোচ্চ দাম ৬ কোটি ওঠার পর তাঁকে যদি পুরনো দল ফিরিয়ে নেয়, তাহলে তো সেই ক্রিকেটার ন্যায্য দাম পেল না। কারণ সরাসরি নিলাম হলে সেই ক্রিকেটারের দাম ৬ কোটির ওপরেও উঠত। ফলে এই নিয়মটা একদম ভালো নয় ক্রিকেটারদের জন্য ’।

আইপিএলে আগামী মরসুমের আগে হওয়ার কথা মেগা অকশান অর্থাৎ জমজমাট নিলাম পর্ব। এমনিতে আগেই ঘোষণা করে হয়েছিল আগামী আইপিএলের আগে বড়সড় এক নিলাম হবে, যদিও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তাঁর বিরোধিতা করে। অবশ্য কিংস ইলেভেন পঞ্জাবসহ অনেক দল চেয়েছে মেগা নিলাম হোক, যার ফলে খুব বেশি ক্রিকেটার দলগুলো রিটেন করতে পারবেনা। 

 

গতমাসেই অর্থাৎ জুলাইয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেই বৈঠকে বসেছিল আইপিএল কমিটি। সেখানেই বিভিন্ন নিয়ম এবং নিলামের বিষয় নিয়ে আলোচনা হয়। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতামত জানিয়ে দেয়। জোর জল্পনা রয়েছে, আগামী মরসুমের জন্য ৬জন করে ক্রিকেটার রিটেনশন করা যাবে। থাকছে আরটিএম, অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ডের সুযোগও। যদিও আইপিএলের এই নীতি নিয়ে একদমই সন্তুষ্ট নন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, সরাসরি সমালোচনা করেছেন আরটিএম নিয়মের।

আরও পড়ুন-২২ অগাস্ট আনোয়ার মামলা রায়!আপাতত দিল্লি এফসির ফুটবলার…সম্ভবত খেলবেন না ডুরান্ড কাপের ডার্বিতে!

ভারতীয় দলের তারকা ক্রিকেটার বেশ কয়েক বছর যাবত খেলছেন রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির হয়ে। অশ্বিন মনে করছেন আইপিএলের আরটিএম নিয়মের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা। কারণ নিলাম খুব বেশিদুর এগোবে না, সর্বোচ্চ দামের থেকে কমেই ক্রিকেটারদের দলে ফেরাতে পারবে পুরোনো ফ্র্যাঞ্চাইজি। যা নিয়ে মুখ খুলেছেন তিনি। 

আরও পড়ুন-শেষ হল ভারতের প্যারিস অলিম্পিক্স অভিযান! এবার এল ৬টি পদক! একঝলকে শনিবারের হাইলাইটস…

অশ্বিনের বক্তব্য অনুযায়ী, ‘আরটিএমের থেকে অন্যায্য নিয়ম হয় না। একজন ক্রিকেটার যদি ধরে নেওয়া যায় সানরাইজার্সের হয়ে খেলছে। তাঁকে পাওয়ার জন্য শুরুতে বেস প্রাইসে ধরে নাও সানরাইজার্স একটা বিড করে দিল। এরপর মুম্বই আর কেকেআর সেই ক্রিকেটারের জন্য বিড করা শুরু করল।  তাঁর সর্বোচ্চ দাম উঠল ৬ কোটি টাকা। দুই দলের মধ্যে কেউ তাকে নিতে গেল, তখন সানরাইজার্স বলে বসল এই ক্রিকেটারকে ওই দামেই ফিরিয়ে নেবে তাঁরা। এর ফলে যদি কেউ খুশি হয় তাহলে সেটা সানরাইজার্স। মুম্বই বা কেকেআর অথবা সংশ্লিষ্ট ক্রিকেটার, কারোরই খুশি হওয়ার কোনও কারণ নেই ’।

আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…

এরপর আইপিএলের নিলামে আরটিএম নিয়মের ফলে ক্রিকেটারের আর্থিক ক্ষতির দিকটি তুলে ধরে অশ্বিন বলেন, ‘কোনও ক্রিকেটারের সর্বোচ্চ দাম ৬ কোটি ওঠার পর তাঁকে যদি পুরনো দল ফিরিয়ে নেয়, তাহলে তো সেই ক্রিকেটার ন্যায্য দাম পেল না। কারণ সরাসরি নিলাম হলে সেই ক্রিকেটারের দাম ৬ কোটির ওপরে উঠত। কারণ মুম্বই বা কেকেআরও বিড করত, পাল্টা সানরাইজার্সকেও বিড করতে হত। ফলে আইপিএলে যদি তিনটি করে রাইট টু ম্যাচ কার্ড দেওয়া হয়, তাহলে তো ক্রিকেটাররা বলতে গেলে খালি হাতেই ফিরবে। এই নিয়মটা একদম ভালো নয় ’।

ক্রিকেট খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.