মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু টি২০ বিশ্বকাপ। ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ই জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ৯ তারিখ রয়েছে নিউ ইয়র্কে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। তাঁর আগে এখনও বিরাট কোহলি দলের সঙ্গে যোগ না দিলেও চুটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা। মহম্মদ সিরাজ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজাদের এবারের আইপিএল তেমন ভালো যায়নি। তাই টি২০ বিশ্বকাপে নিজেদের চেনা ছন্দে ফিরতে মরিয়া তাঁরা। এরই মধ্যে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। গত এক বছর ধরে ভারতীয় ক্রিকেটারদের ভালো পারফরমেন্সের ফল স্বরূপ, তাঁদের সম্মানিত করল আইসিসি। সম্মানিত হলেন রোহিত শর্মা, রবীন্দ্রে জাদেজা, সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংরা।
আরও পড়ুন-বিশ্বকাপে পন্টিংয়ের বাজি স্বদেশী হেডের সঙ্গে এই ভারতীয়… তবে বিরাট কোহলি নয়!
৫ তারিখের ম্যাচের আগে বর্তমানে মার্কিন মুলুকে অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। এতদিন আইপিএল খেলে মাত্র কয়েকদিনের বিশ্রাম কাটিয়েই ফের টি২০ বিশ্বকাপের আগে মাঠে নেমে পড়েছেন রোহিতরা। ১১ বছরের আইসিসির ট্রফির খরা কাটাতে মরিয়া মেন ইন ব্লুজরা। এরই মধ্যে টি২০ ফরম্যাটে এক বছর ধরে ধারাবাহিক ভালো পারফরমেন্সের জন্য সম্মানিত করা হল সূর্যকুমার যাদবকে, একই সঙ্গে তাঁর হাতে বর্ষসেরা টি২০ দলের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-সরাসরি রিটেনশন নয়, তার বদলে বরং....'প্লেয়ারদের স্বার্থে' নিলামের জন্য নয়া প্রস্তাব KKR-এর
ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে টেস্ট টিম অফ দ্য ইয়ারের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয়। ভারত অধিনায়ক রোহিত শর্মাও আইসিসির ওডিআই টিম অফ দ্য ইয়ারের ক্যাপ পান। তাঁর সঙ্গেই একদিনের বর্ষসেরা দলের সদস্য হিসেবে এই একই সম্মান পেলেন কুলদীপ যাদব এবং টি২০ বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে থাকা শুভমন গিল। মহম্মদ সিরাজকেও অনবদ্য বোলিংয়ের জন্য বর্ষসেরা একদিনের দলের সদস্য হিসেবে ক্যাপ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-ভুল দল বাছাই, সঠিক নেতার অভাব, দায়িত্বজ্ঞানহীন ম্যাক্সওয়েল, একঝলকে RCB-র ব্যর্থতার কারণ
ভারতীয় টি২০ দলের অন্যতম সেরা ভরসা, বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে আইসিসির বর্ষসেরা টি২০ দলের সদস্য হিসেবে টুপি প্রদান করা হয়। আইসিসির তরফ থেকে তাঁদের ছবি সোশাল নেটওয়ার্কিং সাইটে দেওয়া হয়। ভারতবাসী অবশ্যই আশা করবে, এই সম্মান ভারতীয় ক্রিকেটারদের বিশ্বকাপের আগে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়াবে, পাশাপাশি দেশকে ১১ বছর পর আইসিসির প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করবেন রোহিত, জাদেজা, সিরাজ, সূর্যকুমার যাদবরা। অবশ্য ভারতীয় দলের ভাগ্য নির্ধারণ করবে বহুক্ষেত্রেই বিরাট কোহলির ব্যাট এবং জসপ্রীত বুমরাহর বোলিং, সেকথা বলাই বাহুল্য।