অস্ট্রেলিয়ার মাঠে ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে, তাতে ভারতীয় দর্শকদের উদ্দেশ্য করে বলতে শোনা গিয়েছে ‘হোয়্যার ইজ ইয়োর ভিসা (তোমার ভিসা কোথায়)?’ অভিযোগ উঠেছে যে মেলবোর্নে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের সময় সেই ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি সেই ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে। তারপরই অস্ট্রেলিয়ার মাটিতে নতুন করে বর্ণবিদ্বেষী বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।
'স্পিরিট অফ গেম কোথায় উবে গেল?’, চটলেন ললিত
তাতে অবশ্য বিতর্ক থামেনি। বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদী। তিনি বলেন, ‘ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং খেলাধুলোর সমর্থকদের চূড়ান্ত জঘন্য এবং নোংরা আচরণ। স্পিরিট অফ গেম কোথায় উবে গেল?’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘ওঁরা (ভারতীয় সমর্থকরা) হয়তো শুধুমাত্র টেস্ট দেখার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। অস্ট্রেলিয়ানরা সত্যিই চূড়ান্ত অস্বস্তিকর।’
নেটপাড়ার কেউ-কেউ বলল ‘দুর্দান্ত কাজ’
অনেকে সেই বিষয়টি নিয়ে তুমুল উষ্মাপ্রকাশ করলেও কয়েকজন তো আবার ওই ভাইরাল ভিডিয়োর (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) কমেন্টেই বর্ণবিদ্বেষী মন্তব্য করতে শুরু করে দেয়। তেমনই এক নেটিজেন বলেছে, ‘এটা দুর্দান্ত কাজ। আরও বেশি করে হোয়্যার ইজ ইয়োর ভিসা বলে চিৎকার করা উচিত। রাতদিন, দিনভর সেটা বলে চিৎকার করা উচিত। এইসব নোংরা আমদানিতে অস্ট্রেলিয়া ভরে গিয়েছে। ওদের নিয়ে বীতশ্রদ্ধ অজিরা। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)। গো ব্যাক হোম (বাড়ি ফিরে যাও)।’ সেইসঙ্গে চূড়ান্ত বর্ণবিদ্বেষী মন্তব্যও করেছে ওই নেটিজেন।
পালটা কটাক্ষ ভারতীয়দের
অপর এক নেটিজেন বলেছে, 'যুবপ্রজন্ম এবং আমাদের ভবিষ্যতের সামনে আশা আছে।' একইসুরে অপর এক নেটিজেন বলেছে, 'যথেষ্ট হয়েছে। এটা দুর্দান্ত।' পালটা অপর এক নেটিজেন তাঁদের কটাক্ষ করে বলেছেন, ‘পরেরবার থেকে ভারতীয় ফ্যানদের চিৎকার করে বলা উচিত যে জেলে তোমাদের সেল নম্বর কী।’
সিরাজকেও বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল
যদিও পুরো বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। যে দেশের ক্রিকেট মাঠ আগেও বর্ণবিদ্বেষী আক্রমণের অভিযোগে উত্তাল হয়েছে। ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফির জন্য মহম্মদ সিরাজকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল গ্যালারি থেকে। তা নিয়ে একেবারে কড়া পথে হেঁটেছিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।