পার্থ টেস্টে ভারতীয় দল খারাপ অবস্থা থেকে ম্যাচ বের করে আনলেও অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে টিম ইন্ডিয়া বেশ চাপের মধ্যেই রয়েছে। আসলে সব সময় যে বোলাররা ম্যাচ জেতাবেন না, সেটাই এই টেস্টে এসে প্রথম দিনে মনে হচ্ছে। এমনিতে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টে শতরান করেছিলেন, তাঁদের মধ্যে কেউ যদি এই টেস্টে জ্বলে ওঠে তাহলে ভালো। নাহলে রক্তচাপ বাড়বে গৌতম গম্ভীরের।
ভারতীয় দল আপাতত লড়াইয়ের জায়গায় রয়েছে অ্যাডিলেড টেস্টে। কারণ অজিদের স্কোর ১ উইকেটে ৮৬। কিন্তু এই অস্ট্রেলিয়াই যদি ৩০০র গণ্ডি পেরিয়ে যায় প্রথম ইনিংসে, তাহলে টিম ইন্ডিয়ার ব্যাটাররা বেশ খানিকটা চাপে পড়তে পারে। যদিও ভারতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে মনে করছেন, এই খেলায় পটপরিবর্তন হবে ভারতের দিকেই। তবে ভারতীয় বোলাররা যেভাবে শুরু থেকে বাইরে বল করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠছেই।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
অ্যাডিলেডে দিন রাতের টেস্টের প্রথম দিনের খেলার শেষে ডাচদের এই প্রাক্তন ক্রিকেটার বলছেন, ‘আমি জানি যে এখন যদি স্কোর দেখা যায় তাহলে মনে হবে দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে, তবে আমরা এখনও মনে করি যে আমরা খেলা থেকে হারিয়ে যাইনি, কাল কিছু ভালো করতে হবে, তাহলেই আমরা খেলায় ফিরব। অস্ট্রেলিয়ান ব্যাটাররা ভালো বল ছেড়েছে। আমার মনে হয় বলের সুইং আর সিম একটু অনিয়মিত, যা দুই দলের জন্যই সমস্যা তৈরি করে। আমাদের আরও ফুলার ডেলিভারি করা উচিত ছিল’। অর্থাৎ তিনি মেনে নিলেন, এত বাইরে বোলিং করা উচিত হয় নি বুমরাহ, সিরাজদের।
গোলাপি বলের ক্ষেত্রে বিষয়গুলো যে একটু তাড়াতাড়ি ঘটে যায় সেকথা স্বীকার করে নিয়েই টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ বলছেন, ‘গোলাপি বলের স্বভাবই এমন। কিছু কিছু সময় আসে যখন ঘটনাবহুল হয়ে ওঠে, সেই সময়ই আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয়েছে স্টার্কের স্টক বলটাও খুব ভালো ছিল, আর প্রথম ইনিংস থেকে আমাদের কাছে অনেক কিছু শেখার রয়েছে। আমরা কীভাবে দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে পারি, সেদিকে নজর দেব ’।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
পার্থ টেস্টের সঙ্গে তুলনাও টানছেন দুশখাতে। সেই ম্যাচ থেকেই আত্মবিশ্বাস নিতে চাইছেন তিনি। তাঁর কথায়, ‘পার্থ টেস্টে আমরা মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে গেছিলাম, কিন্তু তাও আমরা খেলায় ফিরি। এই দলটা অত্যন্ত গর্বিত নিজেদের খেলায়, আর অস্ট্রেলিয়ায় এসে ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করতেই চেয়েছে। আমরা এই খেলায় একটু পিছিয়ে আছি বটে, তবে হাল ছাড়ার মতো কিছুই হয়নি ’।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
ভারতীয় বোলারদের এই টেস্টে কিছু ত্রুটি যে ছিল প্রথম দিনে তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। যদিও দুশখাতে বলছেন, ‘ আমরা নীতীশ কুমারের খেলায় খুশি। ও একটা ছোট ছেলে, কিছু কাজ করতে হবে ওর ওপর। তবে পার্থ আর অ্যাডিলেডে খুব ভালো মানের ইনিংস খেলেছে। আর অশ্বিনকে এই টেস্টে নেওয়া হয়েছে, কারণ আমাদের মনে হয়েছে এই উইকেট ওর জন্য বেশি উপযোগি হতে পারে ’।