চাপের মুখে শেষমেশ মাথা নোয়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই যে বিতর্ক দানা বাঁধতে শুরু করে, তাতে ধামাচাপা দেওয়ার চেষ্টায় বিশেষ সময় নষ্ট করেনি পিসিবি। অবশেষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চোখে পড়ল ভারতের পতাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকায় জোর বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে করাচি ও লাহোরের স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ৭টি দলের পতাকা চোখে পড়ে। অনুপস্থিত ছিল শুধু ভারতের পতাকা।
কোনও আইসিসি ইভেন্টে সব দলের পতাকাকেই গুরুত্ব দেওয়া উচিত আয়োজকদের। অথচ পিসিবি এক্ষেত্রে বিসিসিআইয়ের সঙ্গে তিক্ত সম্পর্কের জেরেই ভারতের পতাকা দূরে সরিয়ে রাখে বলে অভিযোগ ওঠে।
বিতর্ক ঝেড়ে ফেলতে পিসিবির তরফে সাফাইও দেওয়া হয়। পাক বোর্ডের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয় যে, তারা আইসিসির নির্দেশিকা মেনে চলছে। তাই পাকিস্তানের যে তিনটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা হবে, সেখানে ভারতের পতাকা দেখা যাবে না। ম্যাচের দিন স্টেডিয়ামে শুধু মাত্র চারটি পতাকা দেখা যাবে। আইসিসি, আয়োজক পিসিবি এবং সম্মুখসমরে নামা দুই দেশের পতাকাই শুধু স্থান পাবে স্টেডিয়ামে।
যদিও মঙ্গলবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা চোখে পড়ে। বুধবার এই মাঠেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, প্রাথমিকভাবে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন রাজীব শুক্লা। Livemint-কে তিনি বলেন, ‘সবার আগে নিশ্চিত হতে হবে যে স্টেডিয়ামে ভারতের পতাকা আছে না নেই। যদি না থাকে তো পতাকা রাখার ব্যবস্থা করা উচিত। অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকাই জরুরি।’
আরও পড়ুন:- WPL Purple Cap: বেগুনি টুপির দৌড়ে টক্কর দিচ্ছেন রেনুকা, সেরা ৫-এ রয়েছেন প্রিয়াও
উল্লেখ্য, একমাত্র ভারতীয় দলের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ২টি দেশে আয়োজিত হচ্ছে এবারের মিনি বিশ্বকাপ। পাকিস্তানে খেলতে যাবে না বলেই টিম ইন্ডিয়ার ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ম্যাচ কেন্দ্রের ব্যবস্থা করতে হয়েছে। নাহলে পুরো টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে।
রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। প্রথম লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রতিবেশী বাংলাদেশ।