কটকের বারবতি স্টেডিয়ামে আজকে মুখোমুখি হয়েছে ভারত -ইংল্যান্ড। ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমেছে দুই দল। ইতিমধ্যেই সিরিজে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। নাগপুরে প্রথম একদিনের ম্যাচে ভারত সহজ জয় পেয়েছিল। দ্বিতীয় একদিনের ম্যাচেও কোনও ঝুঁকি না নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে জোস বাটলার।
প্রথম একদিনের ম্যাচে বল হাতে নজর কাড়ার পর দ্বিতীয় একদিনের ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। মনে করা হচ্ছে কটকের বারবতি স্টেডিয়ামে তিনি মোটের ওপর ভালো বোলিং করলেই বিসিসিআইয়ের তরফে বুমরাহর ব্যাক আপ হিসেবে তাঁকেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি করা হবে। অর্থাৎ এক প্রকার টিম ম্যানেজমেন্ট তাঁকেই খেলানোর দিকে ঝুঁকবে। সেক্ষেত্রে আর্শদীপ হয়ত ডাগআউটেই থাকবেন।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
তিন মাসেই তিন ফর্ম্যাটে অভিষেক
মাত্র তিন মাসের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে দিল্লির এই পেসারের। গতবার আইপিএলের শুরুর দিকে দিল্লির আরেক পেসার মায়াঙ্ক যাদব দ্রুত গতিতে বোলিংয়ের জন্য নজর কেড়েছিলেন। হর্ষিত রানা শুরুর দিকে শিরোনামে এসেছিলেন, তবে অন্য কারণে। মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে ফ্লাইস কিস দিয়ে জরিমানার মুখে পড়ে। কিন্তু এরপর নিজের পারফরমেন্স দিয়েই তিনি সবার মন জিতেছেন।
ভক্তদের আপেল উপহার রানার
মাঠের ভিতর পারফরমেন্স দিয়ে মন জেতার পাশাপাশি ভারতীয় দলের এই তরুণ পেসার মন জিতলেন মাঠের বাইরেও। এক ভিডিয়ো ভাইরাল হয়েছে হর্ষিত রানার। যেখানে দেখা যাচ্ছে ডাগআউটে বসে থাকা হর্ষিত রানাকে চিয়ার আপ করছেন খেলা দেখতে আসা খুদে ভক্তরা। তাঁদের দিকে শুধু হাত নাড়া নয়, নিজেদের খাবার থেকে আপেল ছুঁড়ে সেই ভক্তদের দেন রানা। প্রিয় তারকার কাছে থেকে এমন আকস্মিক উপহার পেয়ে মেতে ওঠেন সেই খুদে ক্রিকেটক্তরাও।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজর কাড়েন
আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁর পারফরমেন্স মন জিতে নিয়েছিল নাইট রাইডার্স ম্যানেজমেন্টের। তাই নভেম্বরে আইপিএলের নিলামের আগেই তাঁকে রিটেন করে নেওয়া হয় অক্টোবরের শেষে। এরপর নভেম্বরে টেস্ট অভিষেকে পর জানুয়ারিতে শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে তাঁর টি২০ অভিষেক হয়। নাগপুরে ওডিআই অভিষেকেও তিনি ৩ উইকেট নেন এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের অভিষেক ম্যাচে কমপক্ষে তিন উইকেটের নজির গড়েন।