বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারত। এবার লক্ষ্য টি-২০ সিরিজ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। ৬ অক্টোবর রবিবার প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়র স্টেডিয়ামে। তার আগে দু’দলের সব ক্রিকেটাররা পৌঁছে গেছেন মধ্যপ্রদেশে। শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। এবার ভারতের টি-২০ দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। তবে প্রথম নয়, শ্রীলঙ্কা সফরেও এই ক্রিকেটারদের ছাড়াই ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজে জয় লাভ করেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে টিম ইন্ডিয়া মনোনিবেশ করেছে কঠোর পরিশ্রমে, সেই প্রস্তুতির একটি ভিডিয়ো প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে ভারতীয় পেসারদের বল করতে দেখা যাচ্ছে। উপস্থিত রয়েছে ভারতের নতুন বোলিং কোচ মর্নি মর্কেল।
ভিডিয়োতে শুরুতেই দেখা যাচ্ছে ভারতীয় পেসার আর্শদীপ সিং-কে। তাঁকে মজা করে বলতে শোনা যায় ‘ওয়েলকাম টু মাই চ্যানেল’। প্রসঙ্গত, যুজবেন্দ্র চাহাল যখন দলে ছিলেন, তখন বিসিসিআই তাঁকেই সঞ্চালক করে অনেক ইন্টারভিউ করত। সেখানে ব্র্যান্ডিং থাকত যে এটা চাহাল টিভি! এবার আর্শদীপকে নিয়ে কী সেরকম কোনও পরিকল্পনা আছে বোর্ডের? সময়ই উত্তর দেবে এই জল্পনার।
এছাড়াও বল হাতে বল করতে দেখা যায় হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদবকে। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচে বড় জয়ের পর এখন ভারতের লক্ষ্য টি-২০ সিরিজ। টাইগারদের বিরুদ্ধে মোট ৩টি টি-২০ ম্যাচ খেলবেন সূর্য কুমার যাদবরা। প্রথম ম্যাচটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রবিবার। দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লিতে। তৃতীয় ও শেষ টি- ২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর হায়দ্রাবাদে।
প্রসঙ্গত, ভারত চলতি বছর টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরপরই ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা। ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বে শ্ৰীলঙ্কা সফরে টি-২০ সিরিজে জয় লাভ করে দল। সিরিজের ৩টি ম্যাচেই জয় পায় ভারত। ঘরের মাঠে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। এবার দলে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন, সঙ্গে রয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা। ফলে যথেষ্ট শক্ত দলই গঠন করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার দেখার টেস্ট সিরিজের মতো টি-২০ সিরিজেও টাইগারদের চুনকাম করতে পারেন কিনা পান্ডিয়ারা। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা ১০০ শতাংশ আশাবাদী জয়ের ব্যাপারে। বর্তমানে সব বিভাগেই ভারত অন্যান্য দলের থেকে অনেক এগিয়ে রয়েছে।