কয়েকদিন পরই শুরু হয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। টেস্টের প্রথম একাদশে ষষ্ঠ ব্যাটার হিসেবে কে সুযোগ পাবেন,সেই নিয়ে জোর লড়াই চলছিল সরফরাজ খান, লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেলের মধ্যে। সেই জল্পনায় জল ঢেলে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন এই পজিশনে ভারতের ফাস্ট চয়েস লোকেশ রাহুলই। টেস্টে যে এই ক্রিকেটারকে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, সেটা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে খোলসা করে দিয়েছেন হিটম্যান।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
ভারত অধিনায়ক রোহিত শর্মা পাশে দাঁড়িয়ে বলছেন, ‘হাতে গোনা কয়েকজন ক্রিকেটারই আছে, যাদের ক্রিকেট জীবন মসৃণভাবে চলেছে। আমি যবে থেকে ক্রিকেট শুরু হয়েছে, তখন থেকেই কথা বলছি। কয়েকজন মাত্র ক্রিকেটার আছে যাদের কখনও কোনও সমস্যা হয়নি। সবার জীবনেই চড়াই উৎরাই থাকে। একটা সময় যেটা করতে হয় সেটা হল নিজের মধ্যে থেকে সেরা বিষয়টা নিজেকেই আগে জানতে হয়। নিজের থেকে কি চাইছি, সেটা বুঝতে হয়। দলকে কোন কোন দিক থেকে সমৃদ্ধ করা সম্ভব সেটা নিজেকেই বুঝে নিতে হয় ’।
রোহিতের কথায়, ‘আমার মনে হয়ে কেএল রাহুলের মধ্যে যে ধরণের কোয়ালিটি আছে, সেটা সকলেই জানে। আমি যবে থেকে অধিনায়কত্ব করা শুরু করেছি, তখন থেকেই শুধু কথা বলতে পারব। আমাদের পক্ষ থেকে ওকে বার্তা দেওয়া হয়েছিল যে রাহুলকে সব ম্যাচে আমরা খেলাতে চাই। আমরা চেয়েছিলাম ওর থেকে সেরাটা বের করে আনতে, সেটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। আমার মনে হয় এটা স্পষ্টভাবেই সকলকে বলে দেওয়া উচিত যে তাঁদের থেকে আমরা ঠিক কি চাই, আর আমরা সেটা করেছিলাম। ’।
আরও পড়ুন-কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে…
রাহুলের পাশে দাঁড়িয়ে হিটম্যান আরও বলছেন, ‘ও কিন্তু বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছে, দঃ আফ্রিকার বিরুদ্ধে শতরানও আছে। হায়দরাবাদে ৮০ রান করেছিল, তারপর চোটের জন্য ছিটকে যায়। এরপর আর খুব একটা খেলেনি। আমাদের কাজ ওকে সঠিকভাবে বার্তা পৌঁছে দেওয়া, সেটা আমরা করেছি। আমি আশা করব হায়দরাবাদে যেখানে ও শেষ করেছিল, সেখান থেকেই টেস্টে শুরু করবে রাহুল। ওর মধ্যে স্পিনার এবং পেসারদের একইরকম দক্ষতায় খেলার ক্ষমতা রয়েছে, তাই টেস্টে ওর সফল না হওয়ার কোনও কারণই আমি দেখতে পাচ্ছি না। ওর কাছে সুযোগ রয়েছে, এখন অনেক আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। এবার বাকিটা ওর ওপর, ও কিভাবে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে’।