ভারতীয় দল দ্বিতীয় টি২০ ম্যাচেও দুরন্ত জয় তুলে নিল ইংল্যান্ডের বিরুদ্ধে। শুরুর দিকে নড়বড়ে দেখালেও তিলক বর্মার চওড়া ব্যাটে ভর দিয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। ধৈর্য্য ধরে রাখা এবং প্রপার ক্রিকেটিয় শট খেলেই ম্যাচ বের করে নিলেন হায়দরাবাদ থেকে উঠে আসা ক্রিকেটার তিলক বর্মা। করলেন অপরাজিত ৭২ রান। রবি বিষ্ণোই যোগ্য সংগত দিয়ে ছোট্ট ইনিংস হলেও কার্যকরি ইনিংস খেলেন ৫ বলে ৯ রানের। সেই সুবাদেই ৪ বল বাকি থাকতে ২ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড দল তুলেছিল ৯ উইকেটে ১৬৫ রান। ইংল্যান্ডের জোস বাটলার এই ম্যাচেও ভালো ইনিংস খেলছিলেন, কিন্তু ভারতীয় স্পিনারদের জবাব তাঁর কাছেও ছিল না। তাই তিনি ৪৫ রানে আউট হন। এরপর কার্যত আউট অফ সিলেবাস প্রশ্নের মতোই ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে দেন ব্রাইডন কার্স। ১৭ বলে করেম ৩১ রান।
ভারতকে জেতালেন তিলক বর্মা-
ভারতীয় দলকে চাপের মূহূর্ত থেকেও ম্যাচ জেতালেন তিলক বর্মা। ১৬৬ রান তাড়া করতে নেমে ৮ উইকেট খুইয়ে সেই রান তুলল মেন ইন ব্লুজরা। নতুন বছরে সিমিত ওভারের সিরিজে পরপর দুই ম্যাচে জয় পেয়ে ২-০ এগিয়ে গেল ভারত। ২০২৪ এবং ২০২৫ সাল মিলিয়ে তিলক বর্মা এক নয়া নজির গড়ে ফেললেন। তিনি আউট না হয়ে টি২০তে টানা করলেন সবথেকে বেশি রান। অর্থাৎ শেষবার তিনি দঃ আফ্রিকার বিরুদ্ধে ১০ নভেম্বর ২০ রানে আউট হয়েছিলেন। এরপর থেকে জোড়া শতরানের পাশাপাশি গত দুই ম্যাচেই অপরাজিত থেকেছেন তিলক বর্মা।
অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলছি-
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, ‘ইংল্যান্ড দল ভালো বোলিং করেছে। আমরাও ভালো বোলিং করেছি, তাই ১৬০ রানের টার্গেটটা ঠিকই ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে পেরে খুবই ভালো লাগছে। আমরা শেষ কয়েকা সিরিজ ধরেই একজন অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলছি, যেটা আমাদের দলের ব্যাটিং ডেপথকে বাড়াচ্ছে, ফলে আমরা আগ্রাসী ব্যাটিং করতে পারছি ’।
নেটে রবি অনেক পরিশ্রম করছে-
অধিনায়ক সূর্য আরও বলছেন, ‘এই ধরণের ম্যাচে পরিস্থিতি অনুযায়ী কীভাবে মানিয়ে নিতে হয় সেটা আমরা দেখিয়েছি। তিলক বর্মা আজ অসাধারণ ইনিংস খেলেছে। রবি বিষ্ণোইও এখন প্র্যাকটিস সেশনে অনেক জোর দিচ্ছে যাতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলের জন্য অবদান রাখতে পারেন। আর্শদীপও ভালো বোলিং করছে, এভাবে একই মানসিকতা ধরে রাখতে পারলে এই ধরণের ব্র্যান্ডের ক্রিকেটই আমরা আগামী দিনে খেলতে থাকব ’।