বৃহস্পতিবার আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার এইট স্টেজের ম্যাচে মাঠে নামবে বিরাট কোহলি, রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ আফগানিস্তান। তাঁর আগে বার্বাদোসে পৌঁছেই একেবারে ফিলগুড মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার সদস্যদের। ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজসহ সাগর বা নদী তীরের বহু দেশেই বেশ জনপ্রিয় বিচ ভলিবল। ক্যারিবিয়ানদের ডেরায় পৌঁছেই আর ক্রিকেট অনুশীলন নয়, বরং প্রথম দিনে বিচ ভলিতেই সময় কাটালেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা। আসলে টানা ম্যাচ খেলে আসার শারীরিক ধকলের থেকেও গুরুত্বপূর্ণ মানসিক দিক থেকে ক্রিকেটারদের সুস্থ থাকা, সেই কারণেই টিম ম্যানেজমেন্ট চেষ্টা করল দলের মধ্যে খোলামেলা পরিবেশ বজায় রাখতে।
আরও পড়ুন-ভিডিয়ো-KKR-কে চ্যাম্পিয়ন করবে বলে রাজনীতি ছেড়েছেন গম্ভীর! বড় দাবি নাইট তারকার
বিসিসিআইয়ের তরফে তাঁদের সোশাল নেটওয়ার্কিং সাইটে দেওয়া হয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, যুজবেন্দ্র চাহালদের বিচ ভলিবল খেলার সেই ভিডিয়ো। বেশ খোশ মেজাজেই সমস্ত ক্রিকেটার উপভোগ করলেন এই ভলিবলের সেশন। হাসি খুশি মেজাজেই শট খেলতে দেখা যায় কোহলিদের। মঙ্গলবার থেকে পুরো দমে নেট সেশন শুরু হওয়ার কথা টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন-ওপেনিং করাতে গিয়ে ব্যর্থ বিরাট, সুপার হিট পন্ত!কেন এমন সিদ্ধান্ত, জানালেন বিক্রম রাঠোর
বিসিসিআইয়ের দেওয়া সেই ভিডিয়োতে দেখা যায়, বিরাট কোহলির সঙ্গে একই দলে রয়েছেন রিঙ্কু সিং। তাঁদের প্রতিপক্ষ দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা। এখানে অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায়নি, শোনা যাচ্ছে হোটেলেই বিশ্রাম নেন তিনি। রিঙ্কু সিং, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়ালদের দেখা যায় খালি গায়ে খেলা উপভোগ করতে। এক্ষেত্রেও একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়েননি তাঁরা। শিবম দুবে, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালরা অবশ্য জামা পড়েই ম্যাচ খেলেন।
আরও পড়ুন-২০১১ বিশ্বকাপ থেকে বাদ পড়েই ম্যাগি ম্যান রোহিত, হয়ে ওঠেন হিটম্যান! কীভাবে? বললেন অভিষেক
এখনও পর্যন্ত সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালরা খেলার সেভাবে সুযোগ না পেলেও টিম বন্ডিং সেশনে তাঁদের বেশ ভালো মুডেই দেখা যায়। রিজার্ভে থেকে দুই ক্রিকেটার খলিল আহমেদ এবং রিঙ্কু সিংও ছিলেন ফিল গুড মেজজােই। বোঝাই যাচ্ছে, নিউ ইয়র্কের কঠিন উইকেটের ধাক্কা সামলে পরপর জিতে আসায় দলের মধ্যে একটা স্বস্তির আবহ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে বিরাট কোহলির ব্যাট থেকেই আপাতত রানের অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া। কারণ গ্রুপ স্টেজে তেমন বড় দলের সঙ্গে খেলা না হলেও এবার সুপার এইটে সামনে রয়েছে অস্ট্রেলিয়া। তারপর চ্যালেঞ্জ আরও কঠিন হতে চলেছে সেমিফাইনাল, ফাইনালে। তাঁর আগে হিটম্যানের পাশে জ্বলে উঠুক কোহলি, চাইছেন সকলে।