ভারতীয় ক্রিকেট দলকে কোচ হিসেবে সদ্য টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন রাহুল দ্রাবিড়। এরপর থেকেই ভারতীয় দলের এই তারকা সর্বত্রই বীরের মর্যাদা পাচ্ছেন। যেখানেই যাচ্ছেন তাঁকে জমকালো সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই আবহেই এবার ভারতীয় দলের তারকা জানালেন নিজের দ্বিতীয় ইনিংসের ইচ্ছার কথা, যা শুনে বেজায় অবাক ক্রিকেটমহল।
কয়েকদিন আগেই জানা গেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরি হবে। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী নায়কের জীবনের বিভিন্ন লড়াইয়ের কাহিনী রিল লাইফে দেখা যাবে। এরপরই প্রশ্ন ছড়িয়ে যায় যুবির পরে কি ভারতীয় দলের প্রাক্তন তারকা রাহুল দ্রাবিড়েরও বায়োপিক আসতে পারে, এই প্রশ্নই করা হয় খোদ প্রাক্তন কোচ দ্রাবিড়কেই। হাসি মুখে তিনি দিলেন উত্তর নিজের সিগনেচার স্টাইলেই।
আরও পড়ুন-DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে ঋষভ? পন্তের পোস্টে ব্যাপক জল্পনা…
১১ বছর পর আইসিসি প্রতিযোগিতায় ট্রফি জয়ের খরা কেটেছে রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই। সেই দ্রাবিড়কে প্রশ্ন করা হয় এক সাক্ষাৎকারে, তাঁর বায়োপিকে কে অভিনয় করবেন? এর পাল্টা তৎক্ষণাৎ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, ‘ভালো টাকা পেলে আমিই করতে পারি অভিনয়।’ মজা করে দ্রাবিড় একথা বললেও ক্রিকেটপ্রেমীদের বেশ মনে ধরেছে তাঁর কথা। কারণ ৮০র দশকে জন্মানো বহু মহিলারই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ক্রাশ ছিল দ্রাবিড়ের ওপর তাঁর লুক এবং সদাভদ্র আচরণের জন্য। ফলে তিনি অভিনয় জগতে এলে বিষয়টা যে ভালোই মানাবে, সেটাই বলতে চেয়েছেন তিনি।
এরপর রাহুল দ্রাবিড় ভারতীয় দলের সাফল্যের নেপথ্য কাহিনী বলতে গিয়ে জানান, ‘সত্যি কথা বলতে গেলে, আমি নতুনত্ব কিছুই করতে চাইনি। আমরা ওডিআই বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেছিলাম, তাই আমাদের টার্গেটই ছিল সেই ধারাবাহিকতা বজায় রাখা। একইরকম মানসিকতা ও পরিবেশ বজায় রাখার, সেটা করতে পেরেছি। আর দরকার ছিল একটু ভাগ্যের, সেটাও পেয়ে যাওয়াতেই ভালো হয়েছে। ’।
আরও পড়ুন-ভারতের বিপক্ষে ৫-০ করব! বর্ডার গাভাসকর ট্রফির আগে হুঙ্কার মিচেল স্টার্কের!
বহুবছর বিভিন্ন দেশে ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে খেলতে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু দলের কোচ হিসেবে ভারতে এবং বিভিন্ন দেশে দলের সঙ্গে সফরের অভিজ্ঞতা অন্যরকম, বলছেন দ্রাবিড়। তাঁর কথায়, গোটা দেশের বিভিন্ন প্রান্তে খেলার জন্য সফররের সময় মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা আর আবেগ দেখে আমি আপ্লুত হয়ে গেছি। এই খেলা ভারতবাসীর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখে আমি অভিভূত।