নয় নম্বরে মহম্মদ সিরাজ! আর ১১ নম্বরে আকাশদীপ! গাব্বায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের এরকম সিদ্ধান্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ঠিক কোন যুক্তিতে বুমরাহ এবং আকাশদীপের আগেই সিরাজকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মারা, সেটা খুঁজে পাচ্ছেন না কেউ। কারণ ব্যাট হাতে সিরাজ মোটেও ভরসাযোগ্য নন। বিশেষত অস্ট্রেলিয়ার পেসাররা যেভাবে ভারতের লোয়ার-অর্ডারের ব্যাটাররা নামলেই শরীর তাক করে বাউন্সার করছেন, তার সামনে তো সিরাজকে দেখে রীতিমতো আতঙ্কে আছেন বলে মনে হয়। আজও সেটা টের পাওয়া গিয়েছে। কার্যত আতঙ্কে পড়ে প্যাট কামিন্সের বলে রান নিতে গিয়ে রবীন্দ্র জাদেজাকে প্রায় আউট করে দিচ্ছিলেন। সেখানে আকাশদীপকে অনেক জমাট লেগেছে। তিনি যখন ক্রিজে আসেন, তখন ফলো-অন এড়ানোর জন্য ভারতের ৩৩ রান দরকার ছিল। আকাশ একাই ২১ রান করেন।
সিরাজের থেকে আকাশের ব্যাটিং অনেক ভালো
শুধু আজকের ইনিংসের জন্য নয়, ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে একাধিকবার নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন আকাশ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬টি (৪৭ ইনিংস) ৫২২ রান করেছেন। গড় ১১.৮৬। সর্বোচ্চ অপরাজিত ৫৩ রান করেছেন। ওই ইনিংসটা খেলেছিলেন মাত্র ১৮ বলে। ২০২২ সালে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ওরকম বেধড়ক মেরেছিলেন।
আর আকাশদীপ ৪৭টি ইনিংসে ব্যাট করে যে রানটা করেছেন, তার দ্বিগুণ ইনিংসে ব্যাট করেও কম রান করেছেন সিরাজ। ৭৩টি ম্যাচে (৯৪ ইনিংস) ৪৬৫ রান করেছেন। সর্বোচ্চ ৪৬ রান। গড় ৭.০৪। নট-আউট থাকার জন্য আকাশদীপের সঙ্গে গড়ের নিরিখে বড়সড় পার্থক্য না থাকলেও খালিচোখেই বোঝা যায় যে ব্যাটার হিসেবে অনেক পিছিয়ে আছেন সিরাজ।
রোহিত-গম্ভীরদের ভুলের খেসারত দিতে হত ভারতকে
সেই সিরাজকে নয় নম্বরে নামিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে ভুল করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ সিরাজ নামার ফলে তাঁকে বাঁচিয়ে খেলতে হচ্ছিল জাদেজাকে। ফলো-অন এড়ানোর চাপ থাকলেও বাধ্য হয়ে রান নিতে পাচ্ছিলেন না ভারতের তারকা অলরাউন্ডার। আকাশকে নামালে জাদেজা হয়তো সেই কাজটা করতেন না। আর শেষ উইকেটে ৩৩ রান যুক্ত করে ফলো-অন এড়াতে হত না।
আরও পড়ুন: Gautam Gambhir: ফের ব্যাটিং ব্যর্থতা, ড্রেসিংরুমে শ্যাডো প্র্যাকটিস করছেন হতাশ গম্ভীর!
তুমুল কটাক্ষ নেটপাড়ার
আর সেই প্রশ্নটা তুলেছেন নেটিজেনদের একাংশও। একজন বলেন, '(অস্ট্রেলিয়ায়) শেষ বর্ডার-গাভাসকর ট্রফিতে শার্দুল ঠাকুর যে কাজটা করেছিলেন, সেটা আজ করলেন আকাশদীপ। ওঁর ব্যাটিং হাত মোটামুটি বেশ ভালোই। তাও ওঁর আগে সিরাজকে ব্যাটিংয়ে নামানো হচ্ছে না। টিম ম্যানেজমেন্টের আরও একটা ভুলভাল সিদ্ধান্ত।' কেউ-কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘অবশেষে দাম পেলেন ভিভিয়ান রিচার্ডস সিরাজ। বুমরাহ এবং আকাশদীপের আগে নামানো হল তাঁকে।’