সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা যুগনবন্দীতে অবশেষে আইসিসির ট্রফির খরা কেটেছে ভারতের। দীর্ঘ ১১ বছর পর ফের আইসিসি ট্রফি জিতেছে ভারত। গোটা প্রতিযোগিতায় অনবদ্য পারফরমেন্স ছিল রোহিত শর্মার, অবশ্য দলের বাকিরাও যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছিলেন। তবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনার জন্য রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকেই কৃতিত্ব দিচ্ছেন জাতীয় দলের ফিজিও হিসেবে টি২০ বিশ্বকাপে দায়িত্ব পালন করা কমলেশ জৈন।
নিজের ইনস্টাগ্রামে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় দলের ফিজিও লিখেছেন, ' সবথেকে স্বার্থহীন দুই ব্যক্তির মাঝে দাঁড়িয়ে আমি পুরো স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। আমি তাঁদের ক্রিকেটের অর্জনের কথাই লিখতে চাই আজ। ক্রিকেটীয় জীবনে রান, ক্যাচ, উইকেট, স্টাম্প, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নিজেদের দক্ষতা অসামান্য এই দুজনের। কিন্তু যেটা তাঁদেরকে বাকিদের থেকে আলাদা করে, সেটা হল যেভাবে তাঁরা সবাইকে গুরুত্ব দেয় এবং সম্মান করে। প্রত্যেক মানুষের পরামর্শ নেয়, যাতে দলের প্রত্যেকে নিজের গুরুত্ব বুঝতে পারে। যখনই কোনও বৈঠক বা সাক্ষাৎ হয়, দলের সকলের সঙ্গেই কথা বলেন। এই দুজন মনের দিক থেকে খুব বড় এবং অত্যন্ত সৎ। ঘন্টার পর ঘন্টার তাঁদের সঙ্গে সময় কাটিয়েছি কীভাবে দলের আরও উন্নতি করা যায় সেই ভেবে। জেতার পরেও আমরা আলোচনা করতাম, কোন বিষয়গুলো আরও ভালো করা উচিত। '
আরও পড়ুন-বিরাট নয়! বিদেশের মাটিতে এই ক্রিকেটারই হয়ে উঠতে পারে তুরুপের তাস! বলছেন গাভাসকর
কমলেশ জৈন আরও বলেন, ‘ টি২০ বিশ্বকাপ জয়ের জন্য প্রত্যেক সদস্যই তাঁদের ধন্যবাদ জানায়। প্রত্যেক ভারতীয়র স্বপ্ন ছিল দেশকে আইসিসি ট্রফি জিততে দেখবে। ব্যক্তিগতভাবে বলতে পারি এই ট্রফি জয়, এই কঠোর পরিশ্রম দীর্ঘদিন মানুষ মনে রাখবে। এই দুই কিংবদন্তিকে ভারতীয় ক্রিকেট মনে রাখবে এই খেলায় তাঁদের অসামান্য অবদানের জন্য। আমি শুধুই তাঁদের হ্যাটস অফ জানাতে পারি। রোহিত এবং রাহুল স্যারকে স্যালুট জানাব এই কৃতিত্বের জন্য। ’
উল্লেখ্য টি২০ বিশ্বকাপ জেতার পরই এই ফরম্যাট থেকে অবসর নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোচের পদ থেকে অব্যাহতি নেন রাহুল দ্রাবিড়।