মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়ন দল ভারতীয় মহিলা ব্রিগেড। তাঁরা এবারের মহিলা অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারে মহিলাদের টি২০ ফরম্যাটে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসছেন মালেশিয়াতে। আগামী বছরের জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ফেবরুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত। এটাই আইসিসির এই ফরম্যাটের বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণে ভারতের শেফারি বর্মারা চ্যাম্পিয়নের শিরোপা জয় করেছিল।
এই প্রতিযোগিতায় গ্রুপ এ-তে রয়েছে ভারতীয় মহিলা দল। তাঁদের সঙ্গে গ্রুপের বাকি তিনটি দল হল মালেশিয়া,ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। ফলে লড়াই যে বেশ কঠিন হবে তা বলাই বাহুল্য। কারণ মালেশিয়া দল তুলনায় সহজ হলেও শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ শিবির কিন্তু বেশ ভালোই লড়াই দিতে চলেছে টিম ইন্ডিয়া এই মহিলা ব্রিগেডকে, তবে গ্রুপ থেকে তিনটি করে দল ওঠায় ভারতের হয়ত সুপার সিক্সে উঠতে সমস্যা হবে না। গত বছর দঃ আফ্রিকাস আসর বলেছিল এই প্রতিযোগিতার, সেখানে ফাইনাল ম্যাচে ভারতীয় দল হারিয়ে দেয় ইংল্যান্ডকে। বহুদিন পর সেটাই ছিল ভারতীয় দলের আন্তর্জাতিক ট্রফি, মহিলাদের বিভাগে।
কবে ভারতের মহিলা দলের ম্যাচ?
১৯ জানুয়ারি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
২১ জানুয়ারি ভারত বনাম মালেশিয়া
২৩ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা
আরও পড়ুন-যশস্বীকে এত ভয়! বর্ডার-গাভাসকর সিরিজের আগে ইংরেজ হার্টলির থেকে টিপস নিলেন লিয়ঁ…
গ্রুপে প্রত্যেকের সঙ্গে প্রত্যেক দল রাউন্ড রবিন লিগে একটি করে ম্যাচ খেলবে। এরপর গ্রুপের সেরা তিনটি করে দল সুপার সিক্স স্টেজে প্রবেশ করবে। এবারে এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে রয়েছে চারটি গ্রুপ। সুপার সিক্স রাউন্ডে ফের দুটি গ্রুপ তৈরি হবে। সেখানে একদিকে, গ্রুপ স্টেজের এ এবং ডি গ্রুপ থেকে ওঠা ৬টি করে দল থাকবে, অন্যদিকে সুপার সিক্স রাউন্ডে আরেকটি গ্রুপে থাকে বি এবং সি থেকে ওঠা মোট ছয়টি দল। এরপর সুপার সিক্স রাউন্ড থেকে দুটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। সেই শেষ চারের ম্যাচ দুটি হবে জানুয়ারি মাসের ৩১ তারিখে, এরপর ফাইনাল ম্যাচ রয়েছে ২ ফেবরুয়ারি। ভারত যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে, তাহলে টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেড খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। মহিলাদের টি২০ বিশ্বকাপের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে আইসিসি, যদি ম্যাচ কোনও কারণে নির্দিষ্ট দিনে না হয়, সেক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ১ ফেবরুয়ারি সেমির রিজার্ভ ডে এবং ৩ ফেবরুয়ারি ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে।
আরও পড়ুন-RG কর নিয়ে এবার মুখ খুললেন হরভজন সিং! ধর্ষণ রুখতে মমতা-মোদীর কাছে নতুন আইন তৈরির আর্জি
অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিশ্বকাপে ভারতীয় দল সব সময়ই ফেভারিট হিসেবে নামে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। মেয়েরা কয়েক বছর আগে পর্যন্ত সাফল্যের কাছে এলেও, আসল কাজটা করতে পারছিল না, কিন্তু তিতাশ সাধু, শেফালি বর্মারা সেটাই করে দেখান ২০২২ সালে। ফলে আগামী বছরের এই প্রতিযোগিতার আগেও বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট সমর্থকরা অবশ্যই আশা করবেন টাইটেল ডিফেন্ড করার।