মঙ্গলবার ছিল পৌষ সংক্রান্তি। বাঙালির কাছে এইদিন উৎসব পিঠে পুলি খাবার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করার। গঙ্গোসাগরে পুণ্যস্নান চলেছে, তেমনই প্রয়াগরাজে শুরু হয়েছে মহা কুম্ভ, যা ১৪৪ বছর পর হয়। দেশের বিভিন্ন প্রান্তেই এই দিনটায় চলে বিভিন্ন উৎসব। বিভিন্ন জাতির বা বিভিন্ন রাজ্যের মানুষের কাছে এই উৎসবের রয়েছে বিভিন্ন বিভিন্ন নাম।
আরও পড়ুন-‘ও থাকলে ব্র্যাডম্যানকেও বিপদে ফেলে দিত…’! বুমরাহকে নিয়ে বড় প্রশংসা বিশ্বকাপজয়ী অজি তারকার
কারোর কাছে মঙ্গলবারটা ছিল মকর সংক্রান্তি, মূলত পূর্ব ভারতীয় বাঙালিদের কাছে। আবার ভারতের অন্য স্থানে এই দিন পালিত হয়েছে বিহু উৎসব নামে। দক্ষিণ ভারতে একদিনে এই উৎসব পালিত হয় পোঙ্গল নামে। আবার কোথাও এই উৎসবকে বলে লোহরি।
আরও পড়ুন-BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
গুজরাটসহ দেশের বিভিন্ন প্রান্তেই মানুষজন এই দিনটায় ঘুড়ি উড়িয়ে থাকেন। ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এক পথ হিসেবে তারা মকর সংক্রান্তি ঘুরিয়ে উড়িয়ে থাকেন। যেমন গুজরাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরিয়ে উড়িয়ে দিনটি পালন করেন। সেভাবেই ভারতীয় ক্রিকেটাররাও এদিনের ঘুড়ি ওড়ালেন।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
ভারতীয় মহিলা দল বর্তমানে সীমিত ওভারের ফর্ম্যাটে সিরিজ খেলছে আয়ারল্যান্ডের সঙ্গে। মঙ্গলবার তাদের ম্যাচ ছিল না। তাই অনুশীলন শেষে ছুটির মেজাজে মহিলা দলের ক্রিকেটারদের দেখা যায় জমিয়ে ঘুড়ি উড়াতে। যশস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মারা নিজেদের স্কিল দেখিয়ে দেন এখানেও। আর তাদের সঙ্গেই যোগ দেন আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেটাররাও।
আরও পড়ুন-VHTর ফাইনালের পরই বৈঠক আগরকরদের! ১৯ তারিখই দল ঘোষণা! ২ পজিশন নিয়ে বিস্তর আলোচনা- রিপোর্ট
ভারতীর মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গেই ঘুড়ি উড়াতে দেখা যায় আইরিশ খেলোয়াড়দের। বেশ খোশ মেজাজেই তারা উপভোগ করলেন বিষয়টা। বিসিসিআই-এর তরফ থেকে সেই ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। মাঠের বাইরের খেলায় অবশ্য রিচা ঘোষেরা আইরিশদের ঘুড়ি কেটে ভোকাট্টা করতে পারলেন কিনা সেটা বিসিসিআই আর ভিডিওতে জানান দিল না।