ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শক্তির জায়গায় স্পিনার। দেশের মাটিতে ভারতীয় স্পিনাররা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, তেমনই ভারতীয় ব্যাটাররাও স্পিনের বিপক্ষে ভালোই খেলে থাকে। সেই কারণে ভারতে স্পিন সহায়ক উইকেট করলে বিদেশের ব্যাটাররা অসুবিধায় পড়লেও ভারতীয় ক্রিকেটারদের তেমন অসুবিধাও হয়না। অবশ্য শ্রীলঙ্কা সিরিজে দেখা গেছে ব্যতিক্রমি চিত্র। লঙ্কানদের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা স্পিনের বিপক্ষে তেমন সুবিধা করে উঠতে পারেনি, আর তাতেই কার্যত দিশেহারা হয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। তারকা সমন্বিত ব্যাটিং অর্ডারে ধস নেমে যায়, এবার এই নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের নবনিযুক্ত সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।
আরও পড়ুন-আইপিএল থেকে গতবছর বিপুল আয় বিসিসিআইয়ের! জেনে নিন কত হাজার কোটি টাকা লাভ বোর্ডের…
শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে ভারতের মোট ২৭টি উইকেট নেন শ্রীলঙ্কার স্পিনাররা। নিজেদের সব থেকে শক্তির জায়গায় কিভাবে ব্যাটাররা এতটা খেই হারিয়ে ফেলল সেটা খুঁজে বার করাকেই এখন প্রধান কাজ হিসেবে দেখছে টিম ইন্ডিয়ার নয়া সহকারী কোচ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ০-২ ফলে হেরে যাওয়া নিয়ে রায়ান টেন দুশখাতে বলছেন, ‘বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটারদের টার্গেট ছিল ভালো পারফরমেন্স করা, কিন্তু আমরা সেখানে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি ’।
দুশখাতে আরও বলছেন, ‘ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে বেশি চিন্তিত ভারতীয় ক্রিকেটাররা। সেই কারণে সেখানে ভালো পারফরমেন্স করার তাগিদ দেখাতে গিয়ে, নিজেদের শক্তির দিক থেকে নজর ঘুরে গেছে ব্যাটারদের। আমার এখন একটাই কাজ, ভারতীয় ব্যাটারদের স্পিন ব্যাটিংয়ের ক্ষেত্রে শক্তির দিকটা ফের ফিরিয়ে আনা। কারণ গোটা বিশ্বের মধ্যে ভারতীয় ব্যাটাররা সব থেকে বেশি ভালো স্পিনের বিরুদ্ধে খেলে ’। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মোট পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, সেখানে দুই প্রতিপক্ষ দলেরই ভালো স্পিনাররা রয়েছে ভারত পন্ত, গিলদের সমস্যায় ফেলতে পারে। সেই জন্যই আগেভাবে প্রস্তুতি করতে চাইছেন গম্ভীরের ডেপুটি।
আরও পড়ুন-ভারতের বিপক্ষে ৫-০ করব! বর্ডার গাভাসকর ট্রফির আগে হুঙ্কার মিচেল স্টার্কের!
দুশখাতের কথায়, ক্রিকেটারদের নতুন করে টেকনিক শুধরে দেওয়ার কোনও বিষয় নেই। কিছু কিছু পরিস্থিতি অনুযায়ী স্পিন বোলিং খেলা, সতর্ক থাকা এবং মানসিকতা নিয়েই কাজ করতে হবে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ৩টি ওডিআই ম্যাচ রয়েছে ভারতের। ফলে সেক্ষেত্রেও টেস্ট থেকে ওডিআইতে পুরোপুরি সুইচ করা অর্থাৎ ফরম্যাট বদলের সঙ্গে মাইন্ডসেট বদলও একটা কঠিন কাজই হতে চলেছে বলে মত টিম ইন্ডিয়ার সহকারী কোচের। দুশখাতে বলছেন, টি২০ বিশ্বকাপ জেতা দলের ব্যাটিং কোচ হওয়া সত্যিই চাপের। তবে সামনে ১৮ মাসে একের পর এক এমন সিরিজ রয়েছে, যেগুলো জেতার জন্য তিনি এবং তাঁর দল মুখিয়ে থাকবেন।