ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হল তাঁরা আইসিসির যে গাইডলাইন রয়েছে তা মেনেই চলবেন। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির যে লোগো তৈরি করা হয়েছে তা দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সিতে। এক্ষেত্রে সেই লোগোতে পাকিস্তানের নাম থাকলেও তা ভারতীয় দলের জার্সিতে প্রিন্ট করার বিষয়টি মেনে নিল বিসিসিআই। আগে শোনা গেছিল ভারতীয় বোর্ড চাইছে না পাকিস্তানের নাম দেশের জার্সিতে থাকুক। কিন্তু আইসিসির নিয়মের জাতাকলে পড়ে, তা মেনে নিতেই হল।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানাচ্ছেন, ‘আমরা আইসিসির গাইডলাইনে যা বলে হয়েছে, তা অনুসরণ করব ’। এরপর পাকিস্তানের নাম জার্সিতে থাকা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি ঘুরিয়ে একই কথা বলেন, যে বিসিসিআই এক্ষেত্রে আইসিসির নিয়ম মেনে চলবে। বলাই বাহুল্য চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে হাইব্রিড মডেলে দুবাইতে সরানো ভারতীয় বোর্ডের অনেক বড় জয়। তাই তাঁরা আর নতুন করে আইসিসিকে প্রতিযোগিতা শুরুর কদিন আগে আগে আর বিড়ম্বনায় ফেলতে চাইলেন না।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, চলবে ৯মার্চ পর্যন্ত। আগে শোনা গেছিল ভারত চাইছে না পাকিস্তানের লোগো দেশের জার্সিতে থাক। তবে ওয়াকিবহলমহলের মতে, আইসিসির বর্তমান চিফ জয় শাহ। তাই বিসিসিআই যদি এক্ষেত্রে পাকিস্তানের লোগো জার্সিতে না লাগাতে চাইত, সেক্ষেত্রে বিড়ম্বনা বাড়ত জয় শাহের। সবেমাত্র তিনি কয়েকমাস হল দায়িত্বে এসেছেন, তাই এখনই আর তাঁরও চাপ বাড়াল না বিসিসিআই। তবে রোহিত শর্মা পাকিসস্তানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যাবেন কিনা , তা এখনও নিশ্চিত করতে পারেনি বোর্ড। করাচিতে সেই অনুষ্ঠান হওয়ার কথা।
২০০৮ সালের পর থেকে আর পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এমনিতে আইসিসির কাছে সব দলকেই তাঁদের প্র্যাকটিস কিট এবং খেলার কিট পাঠাতে হয়,অনুমোদন পাওয়ার জন্য। ২০২৩ ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেটাররাও ভারতের নাম লেখা জার্সি পড়েই খেলেছিলেন। আইসিসির সাম্প্রতিক সময়ের সব প্রতিযোগিতাতেই হোস্ট দেশের নাম লেখা আবশ্যিক। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত এশিয়া কাপে সেই নাম না থাকলেও হয়।
জানা যাচ্ছে জার্সিতে পাকিস্তানের নাম না রাখা নিয়ে বা ওপেনিং সেরিমনিতে রোহিতের যাওয়া বা না যাওয়া নিয়ে এখনও কিছুই আইসিসিকে বলেনি বিসিসিআই। তাই আইসিসি বা পাকিস্তানও এই নিয়ে কোনও বক্তব্যই দিতে চায়নি। এখন দেখার টিম ইন্ডিয়ার অধিনায়ক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি দলের অধিনায়কদের মতো পাকিস্তানে উদ্বোধনী অনুষ্ঠানে যায় কিনা।