শনিবার জিম্বাবোয়ের বিপক্ষে চতুর্থ টি২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়া এদিনই চাইবে সিরিজ পকেটে পুড়ে ফেলতে। এখনও পর্যন্ত সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছে শুভমন গিলের দল। জিম্বাবোয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচেও ফেভারিট হিসেবে শুরু করতে চলেছে মেন ইন ব্লুজরা। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের মুকুটে নয়া পালক লাগানোর সুযোগ থাকছে শুভমন গিলের কাছে। কারণ ভারত অধিনায়ক হিসেবে তিনি সিরিজ জিততে পারেন, তাও এত অল্প বয়সেই। এরই মধ্যে অবশ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং স্পট। আসলে ওপেনার স্পটের জন্য চারজন ক্রিকেটার রয়েছে, সেই কারণেই সমস্যা বেড়েছে।
আরও পড়ুন-১৮৮ টেস্ট,৭০৪ উইকেট! অ্যান্ডারসন যুগের অবসানের দিনে ফিরে দেখা পাঁচটি বিরল রেকর্ড
প্রথম টি২০ ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে ০ রান করার পর দ্বিতীয় টি২০ ম্যাচে শতরান করেছিলেন অভিষেক শর্মা। আবার তৃতীয় টি২০তে যশস্বী জয়সওয়াল দলে ফিরতেই তাঁকে ফার্স্ট ডাউনে পাঠানো হয় এবং তিনি ফেল করেন। চতুর্থ ম্যাচেও কি তাঁকেই ফার্স্ট ডাউনে পাঠিয়ে নিজেই আগের দিনের মতো ওপেনিং করবেন শুভমন গিল, নাকি স্বার্থত্যাগ করে নিজে আসবে তিন নম্বরে। রুতুরাজ গায়েকওয়াড়ও ওপেনিংয়ে খেলেন আইপিএলে, কিন্তু তিনি ভারতীয় দলে তিন এবং চার নম্বরে মানিয়ে নিয়েছেন। ফলে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে বিষয়টি বেশ মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন-বার্ষিক সম্মেলনের আগে পদত্যাগ দুই শীর্ষকর্তার! বিশ্বকাপের পিচ ইস্যুতে চাপে আইসিসি
বোলারদের মধ্যে তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। গত ম্যাচের দলই চতুর্থ টি২০তে ধরে রাখতে পারে ভারত, সেক্ষেত্রে সুযোগ পাবেন না রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল, দুই ক্রিকেটারই এখনও পর্যন্ত একটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। আরেক ক্রিকেটার সাই সুদর্শন একটি ম্যাচে খেলার সুযোগ পেলেও ব্যাট করার সুযোগ পাননি। এই ম্যাচেও গত ম্যাচের দল ধরে রাখলে মাঠে নামা হবে না এই তিন ক্রিকেটারের।
আরও পড়ুন-অবসরের দিনেও তরতাজা জিমি! ম্যাচ শেষে চুটিয়ে ক্রিকেট খেললেন স্টোক্সের পুত্র-কন্যাদের সঙ্গেও
জিম্বাবোয়ের বিপক্ষে চতুর্থ টি২০ ম্যাচে ভারতীয় একাদশ হতে পারে এমনটা-
ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। এরপর অভিষেক শর্মা, রুতুরাজ গায়েকওয়াড়, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং। অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দর,শিবম দুবে। বোলারদের মধ্যে থাকবেন রবি বিষ্ণৌ, আবেশ খান, খলীল আহমেদ। এই ম্যাচে সিরিজ জিতে নিতে পারলে, পরের ম্যাচে ফের সুযোগ পেতে পারেন রিয়ান পরাগ, সাই সুদর্শনের মতো কম সুযোগ পাওয়া ক্রিকেটাররা। যদিও অভিষেক শর্মার ব্যাটিং পজিশন নিয়ে মাথা ব্যাথা থেকেই যাচ্ছে।