কাউন্টিতে খেলতে নর্দ্যাম্পটনশায়ার দলে যোগ দিলেন ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় দলের এই তারকা সম্প্রতি জাতীয় দলের টি২০ বিশ্বকাপ জয়ী শিবিরের অঙ্গ ছিলেন, যদিও একটি ম্যাচেও তাঁকে মাঠে নামতে হয়নি। সাম্প্রতিককালে সেভাবে সুযোগও পাননি চাহাল, আইপিএলে যেটুকু নজর কেড়েছেন রাজস্থান রয়্যালস দলের হয়ে, ওইটুকুই। কুলচা জুটি টি২০ বিশ্বকাপে হয়ে গেছিল কুলজা জুটি। তবে এই মূহূর্তে অক্ষর প্যাটেল চলে আসায় জোড়া বাঁহাতি স্পিনার জুটির ওপরই বেশি ভরসা করছে দল। তাই ফর্মে ফিরতে এবং বিদেশের মাটিতে নিজের অভিজ্ঞতা বাড়াতেই কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিলেন ৩৪ বছর বয়সী হরিয়ানার এই স্পিনার। মোট ৬টা ম্যাচ তিনি খেলবেন নর্দ্যাম্পটনশায়ার দলের হয়ে।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
ওয়ান ডে কাপে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে শেষ ম্যাচে তিনি মাঠে নামবেন, এছাড়া দলের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের শেষ পাঁচটি ম্যাচে খেলবেন ভারতীয় স্পিনার। বিসিসিআইয়ের স্পষ্ট নির্দেশ রয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলার। জাতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া ক্রিকেটেই পারফর্ম করতে হবে, তাঁর আগে কাউন্টিতে খেলে নিজের অস্ত্রগুলোকে আরও একবার ঝালিয়ে নিতে চাইলেন চাহাল। তিনি একাই নন, বেঙ্কটেশ আইয়ারও কাউন্টিতে খেলছেন ভারতে ঘরোয়া মরশুম শুরুর আগে।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
ক্লাবের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘নর্দ্যাম্পটনশায়ার ক্রিকেট দল উচ্ছসিত চাহালকে দলে নিতে পেরে। একটি ওয়ান ডে কাপের ম্যাচ এবং পাঁচটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলবেন চাহাল। ২০২৩ সালেও কেন্টের হয়ে কাউন্টিতে খেলেছিল চাহাল, সেবার দুটি ম্যাচে ৯ উইকেট ছিল তাঁর ঝুলিতে। আমাদের দলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে চাহাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাঁর দলে অন্তর্ভুক্তি আমাদের সমৃদ্ধ করবে ’।
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
ভারতীয় দলের জার্সিতে ৭২ ওডিআই ম্যাচ এবং ৮০ টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে চাহালের। দীর্ঘদিন জাতীয় দলের প্রথম একাদশের অপরিহার্য অঙ্গ ছিলেন। দুই ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ২১৭ উইকেট, এই ক্রিকেটারকেই কেন্টের বিপক্ষে ওয়ান ডে কাপে মুখোমুখি হওয়ার আগে দলে নিয়ে ফেলল নর্দ্যাম্পটনশায়ার শিবির। এখনও পর্যন্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে এবারে জয়ের মুখ দেখেনি চাহালের দল, ওয়ান ডে কাপেও ৬টি ম্যাচে হার রয়েছে তাঁদের ঝুলিতে, জিতেছে মাত্র ১টি ম্যাচে। ফলে চাহালের আসার নর্দ্যম্পটনশায়ার ভাগ্য বদলায় কিনা সেদিকেই নজর থাকবে সকলের।