হাতে আর মাত্র ২০ দিন। তারপরেই ভারতে একদিনের ক্রিকেট বিশ্বকাপের বল গড়াবে। ক্রিকেটারদের থেকে সমর্থকদের মধ্যে এখন থেকেই উত্তেজনা চরমে উঠেছে। সমর্থকদের মধ্যে টিকিট নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। প্রতিটি দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে ফেলেছে। এশিয়ার দলগুলি এশিয়া কাপ খেলে নিজেদের মতো তৈরি হয়ে নিচ্ছে। প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডগুলি দল গঠন ও ম্যানেজমেন্ট নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে। তবে ভারতীয় বোর্ডের উপরে অতিরিক্ত চাপ রয়েছে। প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যে তাদেরই ওপর। এই আবহেই ফাঁস হয়ে গেল একদিনের বিশ্বকাপে বিরাট কোহলিদের জার্সি। অর্থাৎ যেটা পরে রোহিত শুভমনরা বিশ্বকাপের লড়াইয়ে নামবেন সেটা ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
যেকোনও আইসিসি টুর্নামেন্টের আগে বোর্ডগুলি ঘটা করে নিজেদের জার্সি প্রকাশ্যে আনে। এই বছরও তার অন্যথা হচ্ছে না। এই নিয়ে ভারতীয় বোর্ডেরও নির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার আগেই জনসমক্ষে চলে এলো ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগোর ওপর দুটি স্টার রয়েছে। এতদিন বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ সহ অন্যান্য টুর্নামেন্টগুলিতে কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারা তিনটি স্টার যুক্ত জার্সি পরে খেলে এসেছেন। তবে এবার বিশ্বকাপে তারা দুটো স্টার যুক্ত জার্সি পড়েই খেলতে নামবে বলে জানা যাচ্ছে।
কারণ হিসাবে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপে ভারত মোট দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডে ট্রফি জেতে ভারতীয় দল। দ্বিতীয়বার ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জয় পান সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীররা। সেই পরিপ্রেক্ষিতেই এবার রোহিতদের জার্সিতে দুটি স্টার যোগ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে এই বছরের এক দিনের বিশ্বকাপ। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। এই ম্যাচ হবে চেন্নাইয়ে। বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই টিকিটের হাহাকার দেখা দিতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের প্রহর গুনছে ভারতীয় গোটা ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে