ইতিহাস গড়ার ম্যাচে বড় ব্যবধানে জিতল স্মৃতি মন্ধনার ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে হারাল ভারত। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্মৃতি মন্ধনা।
হিট ভারতের ওপেনিং জুটি-
ক্যাপ্টেন যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা প্রমাণ করলেন দলের টপ অর্ডার। দলর দুই ওপেনার ১৯ ওভারে ১৫৬ রানের পার্টনারশিপ গড়েন। স্মৃতি মন্ধনা ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। এই সময়ে তিনি ১০টি চার ও ২টি ছক্কা হাঁকান ও ১৩৫. ১৯ স্টার্ইক রেটে ব্যাটিং করেন। প্রতিকাও ৬১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। এই সময়ে ভারতের এই ওপেনার আটটি চার ও একটি ছক্কা হাঁকান।
হাল ধরলেন জেমিমা-হারলিন
খেলা তো যেন এরপরে শুরু করলন হারলিন দেওল ও জেমিমা রডরিগেজ। পরপর ভারতের দুই ওপেনার আউট হয়ে যেতে একটা সময়ে মনে হয়েছিল ভারত হয়তো চাপে পরে গিয়েছে। তবে এর পরে দলের হাল ধরেন জেমিমা।
জেমিমা ব্যাট হাতে ঝড় তুললেন-
৯১ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান করেন জেমিমা। হারলিন ৮৪ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। ১৫৬ রানে দুই উইকেট থেকে ৪৭.১ ওভারে ভারতের স্কোর গিয়ে পৌঁছায় ৩৩৯ রানে তিন উইকেট। হারলিন আউট হওয়ার পরে রিচা ঘোষ ঝড় তোলেন, তিনি ৫ বলে ১০ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ভারত পাঁচ উইকেটের বিনিময়ে ৩৭০ রান তোলে।
আয়ারল্যান্ডের বোলাররা কেমন বল করলেন-
এই সময়ে আয়ারল্যান্ড দলের আর্লিন কেলি ১০ ওভার ৮২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ওরলা প্রেন্ডারগাস্ট ৮ ওভারে ৭৫ রান দিয়ে ২ উইকেট নেন। ৮ ওভারে ৪২ রান দিয়ে এই দিনের ম্যাচে ভারতের একটি উইকেট শিকার করেন জর্জিনা ডেম্পসি।
আয়ারল্যান্ডের ইনিংস ২৫৪ রানে থামল
এর পর রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড দল নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৫৪ রান তোলে। এই সময়ে দীপ্তি শর্মা ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। ভারতের অন্য বোলার প্রিয়া মিশ্র ১০ ওভারে ৫৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। তিতাস সাধু ১০ ওভারে ৪৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন… BCCI Review Meeting-এ কী সিদ্ধান্ত নেওয়া হল? IND vs ENG সিরিজের আগেই পরিবর্তনের বড় ইঙ্গিত
আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে লড়াই করলেন কাল্টার রিলি
এই সময়ে আয়ারল্যান্ডের ব্যাটার কাল্টার রিলি ১১৩ বলে ৮০ রান করেন। কাল্টার রিলিকে আউট করেন বাংলার তিতাস সাধু। এছাড়াও সারাহ ফোর্বস ৬৩ বলে ৩৮ রান করেন। আয়ারল্যান্ডের লরা ডেলানি ৩৬ বলে ৩৭ রান করেন।
সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত
এই জয়ের ফলে ভারত তিন ম্যাচের ODI সিরিজটি ২-০ এগিয়ে গেল। অর্থাৎ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করেছে স্মৃতি মন্ধনার ভারত। এই ম্যাচ ভারতের ঐতিহাসিক স্কোর ও জেমিমার আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান হিসাবে মনে থাকবে।