বাংলা নিউজ > ক্রিকেট > IND-W vs SA-W: ভাঙল ২০ বছর আগের রেকর্ড, স্মৃতি-শেফালির জোড়া সেঞ্চুরিতে মহিলাদের টেস্টে সর্বোচ্চ ওপেনিং জুটি,হল আরও নজির

IND-W vs SA-W: ভাঙল ২০ বছর আগের রেকর্ড, স্মৃতি-শেফালির জোড়া সেঞ্চুরিতে মহিলাদের টেস্টে সর্বোচ্চ ওপেনিং জুটি,হল আরও নজির

ভাঙল ২০ বছর আগের রেকর্ড, স্মৃতি-শেফালির জোড়া সেঞ্চুরিতে মহিলাদের টেস্টে সর্বোচ্চ ওপেনিং জুটি,হল আরও নজির। ছবি: পিটিআই

India Women vs South Africa Women: ২০ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন ভারতের দুই তারকা ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধানা। ২০০৪ সালে পাকিস্তানের কিরণ বালুচ এবং সাজিদা শাহ মিলে ওপেনিং জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপের নজির গড়েছিলেন। সেই নজির এদিন গুঁড়িয়ে দিলেন স্মৃতি-শেফালি।

ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার মেয়েদের হোয়াইটওয়াশ করার পর, এবার প্রোটিয়াদের বিরুদ্ধে একমাত্র টেস্টেও দাপট দেখাচ্ছে ভারতের কন্যারা। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়াই। তাদের দুই ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধানা মিলে ভারতকে পুরো রানের পাহাড়ে পৌঁছে দেয়। এই জুটি ওপেন করতে নেমে প্রথম উইকেটে ২৯২ রানের পার্টনারশিপ করে ফেলে। সেই সঙ্গে তাঁরা গড়ে ফেলেন একাধিক নজিরও।

আরও পড়ুন: এটা কোহলির খেলার স্টাইলই নয়… বাজে শট খেলে বিরাট আউট হওয়ায় তীব্র সমালোচনা শাস্ত্রীর

জুটিতে লুটি

এদিন শেফালি এবং স্মৃতি জোড়া শতরান হাঁকান। স্মৃতি ১৪৯ করে আউট হয়ে গেলেও, শেফালি ১৫০ পার করে যান। শুরু থেকেই ভারতের দুই ওপেনার মিলে দুরন্ত গতিতে, আত্মবিশ্বাসের সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে দলের ২৯২ রানের মাথায় সাজঘরে ফেরেন স্মৃতি। ১৬১ বলে তিনি ১৪৯ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ২৭টি চার এবং ১টি ছক্কায়। মাত্র ৮ রানের জন্য এই জুটি তিনশোর মাইলস্টোন স্পর্শ করতে পারেনি ঠিকই, তবে তারা মহিলাদের টেস্টে ওপেনিং জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড করে ফেলেছে। ভারতের দুই কন্যা ভেঙে ফেলেছেন ২০ বছর আগের নজির।

আরও পড়ুন: নির্বোধের মতো কথা বন্ধ করুন…ভারতকে সুবিধে পাইয়ে দেওয়ার ভনের অভিযোগে রেগে লাল ভাজ্জি,অশ্বিন করলেন হাসির খোরাক

মহিলাদের টেস্টে সর্বোচ্চ ওপেনিং জুটি

স্মৃতি এবং শেফালির ২৯২ রানের পার্টনারশিপ মহিলাদের টেস্ট ক্রিকেটে এখন ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান। এর আগে ২০০৪ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হয়ে মেয়েদের টেস্টে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করেছিলেন কিরণ বালুচ এবং সাজিদা শাহ। তাঁরা প্রথম উইকেটে ২৪১ রান করেছিলেন। সেই রেকর্ড এদিন ছাপিয়ে যান শেফালি-স্মৃতি মিলে। এছাড়া ২০০২ সালে লখনউতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ক্যারোলিন অ্যাটকিন্স এবং আরান ব্রিন্ডল ২০০ রানের পার্টনারশিপ করেছিলেন।

আরও পড়ুন: পাওয়ার প্লে-তে আগুনে মেজাজে অক্ষর,কেঁপে গেল ইংরেজদের টপ অর্ডার রহস্যটা কী? নিজেই ফাঁস করলেন তারকা অলরাউন্ডার

দুই ওপেনারের শতরানের নজির

এখানেই শেষ নয়। মহিলাদের টেস্টের এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি করার ঘটনাও বিরল। এর আগে এই ঘটনা মাত্র এক বারই ঘটেছিল। ২০০৪ সালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে। শার্লট এডওয়ার্ডস ১১৭ রান করেছিলেন। এবং লরা নিউটন করেছিলেন ১০৩ রান। সেই নজিরও এদিন স্পর্শ করেন ভারতের দুই তারকা ওপেনার।

শেফালির রেকর্ড

শেফালি আবার মহিলাদের টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ভারতীয় ব্যাটারের তালিকায় নাম তুলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন শেফালি। তিনি ২০ বছর ১৫২ দিন বয়সে ভারতের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করার স্বাদ পেলেন। এই তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছেন মিতালি রাজ। মিতালি ২০০২ সালে ১৯ বছর ২৫৪ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন।

ক্রিকেট খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মুগ্ধ জহর সরকার, পাঠালেন বার্তা মর্গের মৃতদেহ ঘিরে দুর্নীতি! মরণোত্তর দেহদানের সিদ্ধান্তে আফসোস ঋতুপর্ণার? ISL- East Bengal vs Bengaluru FC Live-কান্তিরাভায় বেঙ্গালুরুর সামনে ইস্টবেঙ্গল জম্মু-কাশ্মীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সন্ত্রাসবাদ! Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ICC-তে জয় শাহ আসতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তায় PCB! আশ্বস্ত করলেন ICC CEO… মুম্বইয়ে লালবাগচা রাজার দর্শনে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী সিমরন! 'কালীঘাটে ডেকে মাথায় হাত ভুলিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না, উনি ভেবেছিলেন…' ‘সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনও অফিশিয়াল অর্ডার বেরোবে না’ দলীপে চাপে শ্রেয়সের India D! রিঙ্কুর ব্যর্থতার দিনে শতরান India C-র ঈশ্বরণের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.