বাংলা নিউজ > ক্রিকেট > ফিটনেস নিয়ে সংশয়ে বাদ পড়েছিলেন তামিম, চোট থাকা সত্ত্বেও বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন তাসকিন, বিধিই জানেন এ কেমন বিধান!

ফিটনেস নিয়ে সংশয়ে বাদ পড়েছিলেন তামিম, চোট থাকা সত্ত্বেও বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন তাসকিন, বিধিই জানেন এ কেমন বিধান!

তাসকিন আহমেদ ও তামিম ইকবাল। ছবি- এএফপি।

Bangladesh Squad For T20 World Cup 2024: চোট পাওয়া তাসকিন আহমেদকে আসন্ন টি-২০ বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ ২০২৩ বিশ্বকাপ থেকে তামিম ইকবালকে বাদ পড়তে হয়েছিল ফিটনেস নিয়ে সংশয় ছিল বলে।

ঠিক একই রকম পরিস্থিতিতে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল তামিম ইকবালকে। তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে উল্টো পথে হাঁটলেন বাংলাদেশের নির্বাচকরা। চোট থাকা সত্ত্বেও তারকা পেসার তাসকিন আহমেদকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দেয় বাংলাদেশ। শুধু তাই নয়, তাসকিনকে বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেনও নির্বাচিত করা হয়।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা উচিত যে, ক্রিকেটারদের নিয়ে কেন এরকম দ্বিচারিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? এক্ষেত্রে ক্যাপ্টেনের সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণও কাজ করতে পারে। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন শাকিব আল হাসান। সম্ভবত তিনি তামিমকে দলে চাননি। অথবা ওপেনার হিসেবে তাঁর অন্য কাউকে পছন্দ ছিল। তাই হয়তো বাদ পড়তে হয়েছিল তামিমকে।

এখন আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তাসকিনকে তাঁর নিতান্ত প্রয়োজন বলে মনে হতে পারে। তাই হয়ত তারকা পেসারকে নিয়ে জুয়া খেলতে রাজি হয়ে যান বাংলাদেশের নির্বাচকরা। অবশ্য তাসকিন যে রকম ফর্মে রয়েছেন এবং তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার নিরিখে বাংলাদেশের যে কোনও ক্যাপ্টেনই তাঁকে দলে চাইবেন।

কী হয়েছিল তামিমের ক্ষেত্রে:-

২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের ফিটনেস নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও ফিজিওর রিপোর্ট অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই তিনি ম্যাচ ফিট হয়ে উঠতেন। ফিজিওর রিপোর্ট জাতীয় নির্বাচকদের হাতে পৌছে দেওয়া হয়েছিল। তামিমের ফর্ম নিয়েও সংশয় ছিল না। তা সত্ত্বেও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে হয় তামিম ইকবালকে। সেই সময় ওদেশের সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল যে, তামিম বিশ্বকাপের ৯টি লিগ ম্যাচের মধ্যে কেবল ৫টি ম্যাচে মাঠে নামতে পারবেন। তাই নাকি তাঁকে স্কোয়াডে রাখা হয়নি। যদিও তামিম নিজে সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো বার্তায় এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

আরও পড়ুন:- Waseem Wins POTM Awards: আমিরশাহির অনামি ক্রিকেটারের কাছে হার আফ্রিদির, ICC-র ঐতিহ্যশালী পুরস্কার জিতে ইতিহাস ওয়াসিমের

কী ঘটল তাসকিনের ক্ষেত্রে:-

তাসকিন আহমেদ জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি সাকুল্যে ৮টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তবে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচের আগে চোট পেয়ে বসেন তাসকিন। তাই তিনি শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। তামিমের চোট সারাতে বেশ কিছুদিন সময় লাগবে। তবে ফিজিওর রিপোর্টের ভিত্তিতেই তাসকিনকে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়। নির্বাচকদের তরফে দাবি করা হয় যে, ফিজিওর রিপোর্টে উল্লেখ করা হয়েছে তাসকিন বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন। যদিও এই চোটের জন্য তাসকিন বিশ্বকাপের আগে আমেরিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামতে পারবেন না।

আরও পড়ুন:- টিম ইন্ডিয়ার হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল BCCI, দেখুন কোন কোন যোগ্যতা থাকলে রোহিতদের হেড স্যার হওয়া যাবে

অর্থাৎ, চোট নিয়ে অনিশ্চয়তা ছিল বলে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের দলে রাখা হয়নি তামিম ইকবালকে। তবে চোট নিয়ে অনিশ্চয়টা থাকা সত্ত্বেও তাসকিন আহমেদকে ২০২৪ টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় সহ-অধিনায়কের ব্যাটন। বিধিই জানেন এ কেমন বিধান!

আরও পড়ুন:- GT vs KKR, IPL 2024 Match Abandoned: গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের স্কোয়াড:-

নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), তাসকিন আহমেদ (ভাইস ক্যাপ্টেন), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলি, তানভীর ইসলাম, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান। রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

ক্রিকেট খবর

Latest News

১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের ভারত সফরে আসার আগে কাউন্টিতে ‘৯ উইকেট’ শাকিবের, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রোহিতদের পাহাড়ের ৩ পুরসভায় ভোট, সিদ্ধান্ত নিতে রাজ্যকে ৬ সপ্তাহ সময় বেঁধে দিল হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.