ইতিমধ্যেই অনুশীলনের সময় সরফরাজ খানের চোট পাওয়ার খবর ও ভিডিয়ে সামনে এসেছে। এবার বর্ডার-গাভাসকর ট্রফির আগে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তা আরও বাড়ল। কেননা এবার চোট পেলেন টিম ইন্ডিয়ার আরও এক নির্ভরযোগ্য ক্রিকেটার। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারত পূর্ণ শক্তির দল নামাতে পারবে কিনা সন্দেহ।
শুক্রবার ওয়াকায় ভারতীয় ক্রিকেটাররা আন্তঃস্কোয়াড ম্যাচ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি সারছিলেন। তাতেই ব্যাট করার সময় কনুইয়ে চোট পান লোকেশ রাহুল। একটি লাফিয়ে ওঠা বলে ডান কুনইয়ে চোট পান লোকেশ রাহুল। তিনি একটু সময় নিয়ে হাত ঝাঁকিয়ে পুনরায় ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পারেননি।
তড়িঘড়ি মাঠে নামতে হয় ফিজিওকে। মাঠে প্রাথমিক শুশ্রুষা নিয়েও ব্যাটিং জারি রাখতে পারেননি লোকেশ রাহুল। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয় লোকেশকে। সুতরাং, সিরিজ শুরুর আগেই ভারতের দুই ক্রিকেটার চোটের কবলে পড়লেন।
লোকেশ রাহুলের চোট কতটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি। বিসিসিআইয়ের তরফেও লোকেশের চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে রাহুলের চোট পেয়ে মাঠ ছাড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত, যা দেখে ভারতীয় সমর্থকদের আশঙ্কা প্রকাশ করাই স্বাভাবিক।
আসলে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল সম্ভবত রোহিত শর্মাকে পাচ্ছে না। রোহিত ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না বলে খবর। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও সেই খবরে সিলমোহর দেয়নি। তবে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন যে রোহিত না খেললে তাঁদের প্ল্য়ান-বি তৈরি রয়েছে।
গম্ভীর জানিয়ে দিয়েছেন যে, রোহিত সিরিজের প্রথম টেস্টে না খেললে ক্যাপ্টেন্সি করবেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরনকে দিয়ে ওপেন করানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এক্ষেত্রে রোহিত না খেললে লোকেশ রাহুলের ওপেন করার সম্ভাবনাই ছিল বেশি। বর্তমান পরিস্থিতিতে লোকেশ রাহুলের চোট যদি গুরুতর হয়, তবে পারথে টেস্ট অভিষেক হতে পারে অভিমন্যু ঈশ্বরনের।
রোহিতকে সিরিজের প্রথম টেস্টে পাওয়া নাও যেতে পারে বুঝেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট লোকেশ রাহুলকে ওপেনার হিসেবে সড়গড় হওয়ার সুযোগ দেয়। তাঁকে তড়িঘড়ি অস্ট্রেলিয়ায় পাঠিয়ে এ-দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে মাঠে নামানো হয়। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে সেই ম্যাচে ওপেন করতে নামেন লোকেশ। যদিও দুই ওপেনারই সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। লোকেশ রাহুল দুই ইনিংসে আউট হন যথাক্রমে ৪ ও ১০ রান করে। ঈশ্বরন প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি। তিনি দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন ১৭ রান করে।