প্রাক্তন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন যে, শ্রীলঙ্কায় আসন্ন সাদা বলের সফরের জন্য সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে নিয়োগ করাটা, কার্যত হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবিচার হয়েছে।
হার্দিকের প্রশংসনীয় নেতৃত্ব এবং দৃঢ় পারফরম্যান্স সত্ত্বেও, সূর্যকুমারকেই এই সপ্তাহের শুরুতে টি২০ অধিনায়ক মনোনীত করা হয়। এবং শুভমন গিলকে টি২০ এবং ওডিআই স্কোয়াডের জন্য সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। স্টার স্পোর্টসের একটি আলোচনায়, বাঙ্গার ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের ক্ষেত্রে সূর্যকুমারের অভিজ্ঞতা তুলে ধরেন। কিন্তু হার্দিকের প্রতি যে অবিচার করা হয়েছে, সে কথাও স্পষ্ট করে দেন তিনি।
বাঙ্গার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগে সূর্যকুমার যাদব যে কম ঘরোয়া ক্রিকেট খেলেছেন, এমন নয়। তাই ওর অনেক অভিজ্ঞতা আছে। আমি মনে করি, ঘরোয়া ক্রিকেটেও তিনি যেহেতু মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন এবং জানেন কী ভাবে খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে হয়।’
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যোগ করেছেন, ‘সুতরাং সূর্যকুমারকে অধিনায়ক করায় কোনও ভুল নেই। আমি পুরোপুরি বিশ্বাস করি যে, তিনি অধিনায়ক হিসাবে ভালো কাজ করবেন। তবে আমি এখনও অনুভব করি যে, হার্দিকের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে।’
আরও পড়ুন: রেকর্ড রান করে বড় জয় ছিনিয়ে নিলেন হরমনরা, হল ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
হার্দিককে অধিনায়ক না করায় বাঙ্গার তাঁর বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রাক্তন কোচের কথায়, টি২০ বিশ্বকাপে যদি রোহিত অধিনায়ক না হতেন আর হার্দিক যদি সেই সময় চোট না পেতেন, তাহলে বিষয়টি অন্য রকম হত। তাঁর দাবি, ‘হার্দিককে টি-টোয়েন্টি দলের অধিনায়ক না করায়, আমি কিছুটা অবাক হয়েছি। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও মনে হচ্ছিল, যদি রোহিত অধিনায়ক না হতেন এবং হার্দিকের সেই সময়ে চোট না হত, তবে বিষয়টি অন্য রকম হত। হার্দিকই ক্যাপ্টেন হয়ে যেতেন।’
হার্দিক এর আগে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২-এর পরে, এই ফর্ম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর মেয়াদে তিনি ১৬টি টি২০ ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে ১০টিতে জিতেছিল ভারত। পাঁচটিতে হেরেছিল এবং একটি ম্যাচ ড্র করেছিল।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হার্দিক পান্ডিয়া। তিনি ছয় ইনিংসে ৪৮.০০ গড়ে এবং ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন, পাশাপাশি আটটি ম্যাচে ১৭.৩৬ গড়ে ৭.৬৪ ইকোনমি রেটে ১১ উইকেট তুলে নিয়েছেন।
অন্যদিকে, সূর্যকুমার যাদব ২০২৩ ৫০-ওভারের বিশ্বকাপের ফাইনালে হারের পরে দু'টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সাত ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। যার মধ্যে পাঁচটিতে জিতেছে, দু'টিতে হেরেছে। তিনি সফল ভাবে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে নেতৃত্ব দেন এবং তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র হয়।
শ্রীলঙ্কায় ভারতের সফর ২৭শে জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজ ২ অগস্ট থেকে শুরু হবে।