Former Pakistan pacer Sikander Bakht on Mohammad Rizwan: পাকিস্তান ক্রিকেটে নাটক ও বিতর্কের কোনও শেষ নেই। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওডিআই অধিনায়ক মহম্মদ রিজওয়ান পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আয়োজিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়ার পরিবর্তে ক্লাব ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন পেসার সিকান্দার বখতও এই বিতর্কে যোগ দিয়ে PCB চেয়ারম্যান মহসিন নকভিকে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার দাবি তুলেছেন।
সমালোচনার কেন্দ্রে রিজওয়ান
আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণে রিজওয়ান ইতিমধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পাকিস্তান দল টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। যার ফলে রিজওয়ানকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও স্কোয়াডে নেই।
PCB-কে কঠোর হতে বললেন প্রাক্তন পাক ক্রিকেটার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পর, সিকান্দার বখত বলেন, কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়রা PCB-এর ‘কর্মচারী’, তাই তাদের বোর্ডের সব টুর্নামেন্টে খেলতে হবে। তিনি মহসিন নকভিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিয়ম ভাঙার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন … Cricketer Dies: তীব্র গরমে ব্যাট করার সময়ে অসুস্থ হয়ে মাঠেই প্রাণ হারান পাক বংশোদ্ভূত অজি ক্রিকেটার
মহম্মদ রিজওয়ান কি PCB-কে অপমান করছেন?
সিকান্দার বখত বলেন, ‘ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী। তারা মাসে ৬০ লক্ষ টাকা বেতন পায়, তাই বোর্ডের আয়োজিত সব টুর্নামেন্টে তাদের অংশ নেওয়া উচিত। এটা PCB-এর দায়িত্ব নিশ্চিত করা যে খেলোয়াড়রা সব ম্যাচে উপলব্ধ থাকবে। যদি আপনি ক্লাব ক্রিকেট খেলেন এবং বোর্ডের টুর্নামেন্টে না খেলেন, তাহলে এর অর্থ হল আপনি PCB-কে অপমান করছেন।’
মহসিন নকভিকে কঠোর হতে হবে- সিকান্দার বখত
তিনি আরও যোগ করে বলেন, ‘এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। মহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত, তবে তাকে তার নীতি বদলাতে হবে। জানতে হবে, এখানে কী হচ্ছে। কঠোর হতে হবে। তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।’
আরও পড়ুন … CT 2025 চ্যাম্পিয়ন হয়ে মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটালেন রোহিত শর্মা! ভাইরাল হল ভিডিয়ো
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন খেলেছিলেন রিজওয়ান?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজওয়ানের অধিনায়কত্ব প্রত্যাশা অনুযায়ী ছিল না। তার ব্যাটিং পারফরম্যান্সও হতাশাজনক ছিল। নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে তিনি যথাক্রমে ৩ ও ৪৬ রান করেন, মোট ৪৯ রান সংগ্রহ করেন পুরো টুর্নামেন্টে।
বিশেষজ্ঞরা ভারতের বিরুদ্ধে তার ৪৬ রানের ইনিংসের কড়া সমালোচনা করেছেন, কারণ তিনি মাঝের ওভারে যথেষ্ট গতিতে রান তুলতে পারেননি।রিজওয়ান এর আগে বাবর আজমের কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন এবং তার নেতৃত্বে পাকিস্তান ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছিল।
আরও পড়ুন … 'অ্যানিমাল' হয়ে গেলেন ধোনি! গাড়ি থেকে পরপর বেরোল বন্দুক, মাহির রূপে থ নেটপাড়া
রিজওয়ানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কী বলেছিলেন সরফরাজ নওয়াজ?
তবে, এরপর থেকেই পাকিস্তানের পারফরম্যান্স ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচের পর, পাকিস্তানি পেসার সরফরাজ নওয়াজ রিজওয়ানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তোলেন। সরফরাজ নওয়াজ বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। যখন আমি টস দেখছিলাম, তখন পাকিস্তানের অধিনায়কের (মহম্মদ রিজওয়ান) প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল তিনি কোথাও হারিয়ে গেছেন। আমি জানি না এটা চাপের কারণে ছিল কিনা, কিন্তু তিনি সাধারণত যেরকম থাকেন, তখন তাঁকে সেরকম মনে হচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘বাকি ম্যাচগুলোর তুলনায় তিনি একেবারেই চুপচাপ ছিলেন, কোনও কথা বলছিলেন না। জানি না সেখানে কী ভুল হয়েছে। পাকিস্তানের দল নির্বাচনও ছিল খুবই খারাপ।’ রিজওয়ান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এই বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।