রাঁচি টেস্টের শেষ ইনিংসে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে শুভমন গিল ভারতকে জয় এনে দেওয়ার পরে অবাক করা এক পরিসংখ্যান সামনে উঠে আসে। গিলের এমন এক কৃতিত্ব নিয়ে এক্ষেত্রে আলোচনা শুরু হয়ে যায়, যা বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটারদেরও নেই।
শুভমন গিল তাঁর সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত মোটে ২৪টি টেস্ট খেলেছেন। এই ২৪টি ম্যাচের মধ্যে ভারত রান তাড়া করে যে টেস্ট ম্যাচগুলি জিতেছে, তাতে চতুর্থ ইনিংসে গিলের সার্বিক অবদান ২১০ রানের। অর্থাৎ, রান তাড়া করে ভারতের জয় তুলে নেওয়া টেস্ট ম্যাচগুলিতে শুভমন ম্যাচের চতুর্থ তথা দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন সব মিলিয়ে ২১০ রান।
অবাক করা বিষয় হল, রোহিত, কোহলি, গম্ভীর, রাহানেরা তাঁদের বর্ণোজ্জ্বল কেরিয়ারে রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে সার্বিকভাবে এত রান সংগ্রহ করতে পারেনি। বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারা রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে গিলের থেকে বেশি রান সংগ্রহ করেছেন। উল্লেখ্য, রান তাড়া করে জেতা টেস্ট ম্যাচগুলির প্রথম ইনিংসে কে কত রান করেছেন, তা এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না।
কোহলি ও গম্ভীর উভয়েই ভারতের রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে সংগ্রহ করেছেন সাকুল্যে ১৭৯ রান। দু'জনেই এমন ৮টি করে ইনিংসে ব্যাট করেছেন। রোহিত এই নিরিখে ৫টি ইনিংসে ব্যাট করে ১৩৪ রান সংগ্রহ করেছেন। রাহানে ৪টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৯০ রান।
ভারতের শেষে ব্যাট করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন সচিন তেন্ডুলকর। তিনি এই নিরিখে ২২টি ইনিংসে ব্যাট করে ৭১৫ রান সংগ্রহ করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৯টি ইনিংসে ৫১১ রান সংগ্রহ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি ১৫টি ইনিংসে ৪৪৬ রান সংগ্রহ করেছেন।
চার নম্বরে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি এই নিরিখে ৮টি ইনিংসে ৪০২ রান সংগ্রহ করেছেন। পূজারা ১২টি ইনিংসে ৪০০ রান করেছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে। শুভমন গিল রয়েছেন এই তালিকার ১০ নম্বরে। গিল ২১০ রান সংগ্রহ করেছেন ভারতের রান তাড়া করে জেতা টেস্টের ৬টি চতুর্থ ইনিংসে ব্যাট করে।