বাংলা নিউজ > ক্রিকেট > অবিশ্বাস্য হলেও সত্যি! রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে রোহিত-কোহলি-রাহানের থেকেও বেশি রান গিলের

অবিশ্বাস্য হলেও সত্যি! রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে রোহিত-কোহলি-রাহানের থেকেও বেশি রান গিলের

ব্যাট হাতে অনবদ্য নজির শুভমন গিলের। ছবি- এপি।

অবিশ্বাস্য নজির! রোহিত-কোহলি-রাহানে-গম্ভীররা বর্ণোজ্জ্বল কেরিয়ারে যা করে দেখাতে পারেননি, গিল গুটিকয়েক টেস্ট খেলেই টপকে গেলেন তাঁদের।

রাঁচি টেস্টের শেষ ইনিংসে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে শুভমন গিল ভারতকে জয় এনে দেওয়ার পরে অবাক করা এক পরিসংখ্যান সামনে উঠে আসে। গিলের এমন এক কৃতিত্ব নিয়ে এক্ষেত্রে আলোচনা শুরু হয়ে যায়, যা বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটারদেরও নেই।

শুভমন গিল তাঁর সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত মোটে ২৪টি টেস্ট খেলেছেন। এই ২৪টি ম্যাচের মধ্যে ভারত রান তাড়া করে যে টেস্ট ম্যাচগুলি জিতেছে, তাতে চতুর্থ ইনিংসে গিলের সার্বিক অবদান ২১০ রানের। অর্থাৎ, রান তাড়া করে ভারতের জয় তুলে নেওয়া টেস্ট ম্যাচগুলিতে শুভমন ম্যাচের চতুর্থ তথা দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন সব মিলিয়ে ২১০ রান।

অবাক করা বিষয় হল, রোহিত, কোহলি, গম্ভীর, রাহানেরা তাঁদের বর্ণোজ্জ্বল কেরিয়ারে রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে সার্বিকভাবে এত রান সংগ্রহ করতে পারেনি। বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারা রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে গিলের থেকে বেশি রান সংগ্রহ করেছেন। উল্লেখ্য, রান তাড়া করে জেতা টেস্ট ম্যাচগুলির প্রথম ইনিংসে কে কত রান করেছেন, তা এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: ধোপে টিকল না মায়াঙ্ক আগরওয়ালের প্রতিরোধ, কর্ণাটককে ছিটকে দিয়ে রঞ্জির সেমিফাইনালে বিদর্ভ

কোহলি ও গম্ভীর উভয়েই ভারতের রান তাড়া করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে সংগ্রহ করেছেন সাকুল্যে ১৭৯ রান। দু'জনেই এমন ৮টি করে ইনিংসে ব্যাট করেছেন। রোহিত এই নিরিখে ৫টি ইনিংসে ব্যাট করে ১৩৪ রান সংগ্রহ করেছেন। রাহানে ৪টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৯০ রান।

আরও পড়ুন:- Fastest T20I Century: ঠিক এক বছর পরে কুশলের বিশ্বরেকর্ড ভেঙে খানখান, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৩ বলে সেঞ্চুরি নিকোলের

ভারতের শেষে ব্যাট করে জেতা টেস্টের চতুর্থ ইনিংসে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন সচিন তেন্ডুলকর। তিনি এই নিরিখে ২২টি ইনিংসে ব্যাট করে ৭১৫ রান সংগ্রহ করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৯টি ইনিংসে ৫১১ রান সংগ্রহ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি ১৫টি ইনিংসে ৪৪৬ রান সংগ্রহ করেছেন।

চার নম্বরে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি এই নিরিখে ৮টি ইনিংসে ৪০২ রান সংগ্রহ করেছেন। পূজারা ১২টি ইনিংসে ৪০০ রান করেছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে। শুভমন গিল রয়েছেন এই তালিকার ১০ নম্বরে। গিল ২১০ রান সংগ্রহ করেছেন ভারতের রান তাড়া করে জেতা টেস্টের ৬টি চতুর্থ ইনিংসে ব্যাট করে।

ক্রিকেট খবর

Latest News

‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান শনির নক্ষত্র পরিবর্তনে শশ রাজযোগ, এবার দীপাবলিতে এই ৫ রাশি হবে লক্ষ্মীর কৃপাধন্য দুধে মেশান এই ৬ জিনিস, উপকার পাবেন দ্বিগুণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.