কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৪-এর খেতাব জয়ের জন্য প্রভূত কৃতিত্ব দেওয়া হচ্ছে গৌতম গম্ভীরকে। মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরে গম্ভীরই কলকাতা দলকে বদলে দিয়েছেন দবে দাবি করা হচ্ছে। এমনকি এই চর্চায় কোথাও একটা পিছনে পড়ে গিয়েছেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও।
গম্ভীরকে নিয়ে ধন্য ধন্য রব ভারতীয় ক্রিকেটমহলে। তবে কেকেআরের তৃতীয় খেতাব জয়ের নেপথ্যের নায়ক যে গম্ভীর নন, এমনটাই দাবি করলেন বরুণ চক্রবর্তী। তাঁকে সমর্থন করেন বেঙ্কটেশ আইয়ারও। এমনকি নাইট কোচ পণ্ডিতকেও ততটা কৃতিত্ব দিতে রাজি হলেন না বরুণরা। তাঁদের মতে, কেকআরের সাফল্যের সিংহভাগ কৃতিত্ব আসলে সহকারী কোচ অভিষেক নায়ারের।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্রডকাস্টারদের ক্যামেরায় কথা বলছিলেন বরুণ। তিনি হঠাৎ করেই নায়ারকে টেনে নিয়ে বলেন, ‘সবাই কোচেদের কথা বলছেন, তবে আমি মনে করি কেকেআরে ভারতীয় ক্রিকেটারদের মূল ভিত্তিটা তৈরি করেছেন একজন। আমি অভিষেক নায়ারকে অভিনন্দন জানাতে চাই। আমাদের তৃতীয় খেতাব জয়ের পিছনে আসল লোক হলেন তিনিই। সারা মরশুম জুড়ে অভিষেক নায়ার কঠোর পরিশ্রম করেছেন। উনি পর্দার আড়ালে কাজ করেন তাই সেই অর্থে কৃতিত্ব পান না। তবে নেপথ্যের নায়ককে কুর্নিশ জানানো উচিত।’
বরুণের কথায় সায় দিয়ে বেঙ্কটেশ আইয়ার বলেন, ‘বরুণ যে কথা বলল, যাবতীয় কৃতিত্ব পাওয়া উচিত অভিষেক নায়ারের। কিছু লোকের অবদান সবার নজরে পড়ে না। তবে অভিষেক নায়ারের ভূমিকা অস্বীকার করা যাবে না। ফ্র্যাঞ্চাইজির হয়ে যে রকম দায়িত্ব পালন করেছেন, সব কৃতিত্ব ওনার।’
বেঙ্কটেশ এও স্বীকার করে নেন যে, ম্যাচের ম্যাচে নায়ারের ছোট ছোট ইনপুটগুলি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। উল্লেখ্য, সানরাইজার্সের বিরুদ্ধে কেকেআরের আইপিএল ২০২৪-এর ফাইনাল জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বেঙ্কটেশ আইয়ার। বল হাতে দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেন বরুণ চক্রবর্তী।
রবিবার চিপকের আইপিএল ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ২৪ রান করেন প্যাট কামিন্স। ১৯ রানে ৩টি উইকেট নেন আন্দ্রে রাসেল। বরুণ চক্রবর্তী ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ১০.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১৪ রান তুলে ম্যাচ জিতে যায়। বেঙ্কটেশ আইয়ার ৫২ রানে অপরাজিত থাকেন।