২০২৪ আইপিএলের প্লে-অফের লড়াই থেকে মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংস ছিটকে গিয়েছে। বাকি ৮ দলই আপাতত লড়াইয়ে রয়েছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস কার্যত জায়গা পাকা করে ফেলেছে। বাকি দু'টি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে ছয় দল। আর প্লে-অফের লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে ১২ মে (রবিবার)- দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততে হবে দুই দলকেই।
আরসিবি হারলে একেবারেই ছিটকে যাবে লড়াই থেকে। আর দিল্লি হারলে তাদেরও কার্যত আশা শেষ হয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস পাবে না তাদের অধিনায়ক ঋষভ পন্তকে। কারণ এক নির্বাসিত করা হয়েছে পন্তকে। যে ডিসি-র কাছে বড় ধাক্কা।
আরও পড়ুন: ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আগুনে মেজাজে সেলিব্রেশন, T20 WC থেকে বাদ পড়ার যেন জবাব দিলেন শুভমন- ভিডিয়ো
পন্তের বদলে অধিনায়ক কে?
প্রশ্ন হল পন্তের বদলে দলকে নেতৃত্ব দেবেন কে? দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, পন্তের বদলে ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন। পন্টিং বলেছেন, ‘আরসিবি ম্যাচে অক্ষর প্যাটেল আমাদের অধিনায়ক হবে। ও গত কয়েক মরশুমে ফ্র্যাঞ্চাইজির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছে। খুব অভিজ্ঞ আইপিএল খেলোয়াড়, খুব অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়ও। সঙ্গে অক্ষর খুব বুদ্ধিমান প্লেয়ারও। খেলাটা খুব ভালো বোঝে। সত্যি বলতে, ও এটা নিয়ে খুবই উত্তেজিত। আমরা কয়েক দিন আগেই ঋষভ (পন্ত) নির্বাসিত হতে পারে, আন্দাজ করেছিলাম। তা নিয়ে কথাও বলেছি। অক্ষরের তাই বিষয়টি মাথায় তখন থেকেই ছিল। আমরা মিটিং করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন: হঠাৎ প্লে-অফে রাসেলকে পাওয়া নিয়ে আশঙ্কার মেঘ, কোথায় যেতে হতে পারে তারকাকে?
কেন শাস্তি পেলেন পন্ত?
এবারের আইপিএলে ঋষভ পন্তের দিল্লি তিনটি ম্যাচে সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি হিসেবে পন্তকে এক ম্যাচ নির্বাসিত করেছে। সঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে তাঁর। স্লো ওভার রেটের জন্যই এই শাস্তি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও স্লো ওভার রেটের কারণেই বড় শাস্তির মুখে পড়তে হল পন্তকে। তিন বার একই ভুল করার জন্য দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ অথবা ১২ লাখ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা জরিমানা হিসেবে দিতে হবে। অধিনায়ক বলে শাস্তি বেশি পন্তের।
প্রথম বার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য পন্তের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। দ্বিতীয় বার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়েছিল দিল্লি। সেই হারের পর স্লো ওভার রেটের জন্য তারকা কিপার-ব্যাটারের ফের জরিমানা হয়েছিল। ঈর রাজস্থান ম্যাচে তৃতীয় বার একই ভুল হওয়ায় জরিমানার পাশাপাশি নির্বাসিতও হতে হল পন্তকে।