বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: ধোনিকে ছাড়াই প্রাক মরশুম প্রস্তুতি শুরু CSK-র, শিবিরে যোগ দিলেন চাহার

IPL 2024: ধোনিকে ছাড়াই প্রাক মরশুম প্রস্তুতি শুরু CSK-র, শিবিরে যোগ দিলেন চাহার

সিএসকের অনুশীলনে যোগ দীপক চাহারের। ছবি- এক্স @ChennaiIPL

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। এই টুর্নামেন্টের জন্য এবার অনুশীলন শুরু করল চেন্নাই সুপার কিংস। যদিও ছিলেন না মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবি মুম্বইয়ে। যদিও সব ক্রিকেটার এখনই প্রস্তুতি শিবিরে যোগ দেননি। ধীরে ধীরে তারা যোগ দেবেন। শুধু কলকাতা নাইট রাইডার্সই নয়, একই সঙ্গে এবার আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। যদিও এই প্রস্তুতি শিবিরে নেই মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে তিনি মুকেশ আম্বানীর পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে রয়েছেন। সেই জন্য তিনি চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে নেই।

আগামী ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে নামার আগে নিজেদের ভালো মতো দেখে নিতে চাইবে চেন্নাই শিবির। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে। আপাতত তারা ভারতীয় কয়েক জন ক্রিকেটারকে নিয়ে শিবির শুরু করেছে। বাকি ক্রিকেটাররা কয়েক দিনের মধ্যেই যোগ দেবেন। এমনটাই জানিয়েছেন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা।

তিনি জানান, 'চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও অনেক ক্রিকেটারই এখনও শিবিরে যোগ দেয়নি। কয়েক দিনের মধ্যেই একে একে সবাই দলের সঙ্গে যোগ দেবে। মূলত স্থানীয় ক্রিকেটাররা যোগ দিয়েছে।' সিএসকের তফর থেকে বেশ কিছু ক্রিকেটারের নাম জানিয়ে দেওয়া হয়। যারা এই শিবিরে যোগ দিয়েছেন। তারা হলেন, সিমরজিৎ সিংহ, রাজবর্ধন হাঙ্গারগেকর, মুকেশ চৌধরী, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মণ্ডল এবং দীপক চাহার। যদিও চাহার গত ডিসেম্বর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি চাইবেন আইপিএল শুরু হওয়ার আগেই নিজেকে ঝালিয়ে নিতে।

এই মুহূর্তে ধোনি জামনগরে থাকায় শিবিরে যোগ দেননি। যদিও তিনি ব্যক্তিগত ভাবে অনুশীলন আগেই শুরু করে দিয়েছেন। এমনকী নেটে তাঁকে ব্যাট হাতেও দেখা গিয়েছে। সম্প্রতি নতুন লুকেও ধরা দিয়েছেন মাহি। তবে তিনি কবে অনুশীলন শিবিরে যোগ দেবেন এখনও খোলসা করে জানায়নি সিএসকে টিম ম্যানেজমেন্ট। কিন্তু যাই হোক না কেন, এবারের আইপিএল ধোনির কাছে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে করা হচ্ছে এটাই তাঁর শেষ মরশুম। ফলে মাহি ভক্তরা মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ককে ব্যাট হাতে দেখতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.