মহেন্দ্র সিং ধোনি, যিনি চেন্নাই সুপার কিংসকে তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল ট্রফি জিতিয়েছেন। জুলাই মাসে ৪৩ বছর বয়সে পা দেবেন মহেন্দ্র সিং ধোনি। এই আইপিএলেও ধোনি প্রচুর চার ও ছক্কা মেরেছেন। কিন্তু চলতি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পরে তাঁর দলের যাত্রা শেষ হয়ে গিয়েছে। তবে এটাই কি ধোনির শেষ মরশুম হতে চলেছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও ম্যাচের পরেও ধোনি এখনও এই ঘোষণা করেননি। এদিকে, ভক্তরাও ধোনিকে এখনও অবসর না নেওয়ার অনুরোধ করছেন।
আরও পড়ুন… বাংলা ফুটবলে লক্ষ্মীলাভ, IFA-র সঙ্গে তিন বছরে সাড়ে সাত কোটি টাকার চুক্তি করল শ্রাচী গ্রুপ
চোট নিয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি
আরেকটি আইপিএল মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে খেলতে বলেছেন। তবে পরের মরশুমে আইপিএল খেলার পথে ধোনির সবচেয়ে বড় বাধা হতে পারে তাঁর ফিটনেস। ইতিমধ্যেই হাঁটুতে চোট পেয়েছেন ধোনি। সেই কারণেই অনেক পরে ব্যাট করতে নামছেন মাহি। এই কারণে ব্যাটিং অর্ডারে অনেক নীচে নামছেন তিনি। এই পুরো আইপিএলে খুব কম বল খেলেছেন চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনি।
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কী ট্রেন্ড করছে
কিন্তু সে যত কম সময় খেলুক না কেন, ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। প্রতিপক্ষের কাছ থেকে অনেক রান লুটে নিয়েছিলেন তিনি। নিজের ব্যাটে ঝড় তুলে ভক্তদের বিনোদন দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর মাহির এমন পারফরমেন্স দেখে ভক্তেরা মাহির অবসর নেওয়া নিয়ে বলছেন, নিশ্চই এখন নেবেন না! তার মানে ধোনির এখনও আইপিএল থেকে অবসর নেওয়া উচিত নয় এবং খেলা চালিয়ে যাওয়া উচিত। এই নিয়ে অনেক ভিডিয়ো তৈরি করেছেন ভক্তেরা। প্রত্যেকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এর পাশাপাশি একটি শব্দ সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে যাতে লেখা আছে ‘ডেফিনেটলি নট’ অর্থাৎ নিশ্চই করবেন না।
আরও পড়ুন… দ্রাবিড়ের পরে কে হবে ভারতীয় দলের হেড কোচ ? গম্ভীর থেকে জয়াবর্ধনে, ভেসে উঠছে ৫টি নাম
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি, যিনি ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, চেন্নাই সুপার কিংসকে ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। ২০২২ সালে, এই দলটি নবম স্থানে দাঁড়িয়েছিল কিন্তু মাহির জাদুকরী অধিনায়কত্বের জন্য ধন্যবাদ, দলটি ২০২৩ সালে তার পঞ্চম আইপিএল শিরোপা জিতেছিল। এমনকি ৪২ বছর বয়সেও তার ক্যারিশমা অব্যাহত রয়েছে। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএলে অনেক বড় অর্জন করেছিল।