শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে ইতিমধ্যেই অভিযান শেষ হয়ে গিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বইয়ের। লিগ তালিকায় একেবারে নীচে থেকে অভিযান শেষ করেছে তারা। নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স এবারে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। মুম্বই ইন্ডিয়ান্স এই মরশুমে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস দলের। এই ম্যাচেও তারা হেরে গিয়েছে। নিজেদের হোম গ্রাউন্ডে বেশ লড়াই করার পরে যদিও তাদেরকে হারতে হয়েছে। এই ম্যাচে ব্যাট হাতে একটি ভালো ইনিংস খেলেন রোহিত শর্মা। তবে এই ম্যাচ নয় এই ম্যাচের আগে ঘটে যাওয়া এক ঘটনায় ফের একবার খবরের শিরোনামে উঠে এসেছেন রোহিত শর্মা। রোহিত শর্মা এমনিতেই বরাবর মজাদার স্বভাবের। আর এদিন ম্যাচের আগে বেশ মজাদার একটা ঘটনা ঘটিয়েছেন।
আরও পড়ুন… বাংলা ফুটবলে লক্ষ্মীলাভ, IFA-র সঙ্গে তিন বছরে সাড়ে সাত কোটি টাকার চুক্তি করল শ্রাচী গ্রুপ
রোহিত শর্মা যখন মাঠে হাল্কা অনুশীলনের পরে আড্ডা দিচ্ছিলেন সেই সময়ে ব্রডকাস্টারদের এক ক্যামেরাম্যানকে দেখে তিনি মজার ছলে বলে বসেন, ‘ভাই অডিয়ো বন্ধ কর। একটা অডিয়ো আমার ১৩টা বাজিয়ে দিয়েছে!’ ঘটনাচক্রে এই মরশুমের পরেই অনেকের জল্পনা ছিল রোহিত দীর্ঘদিন পরে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে তুলে ধরা হচ্ছে কেকেআর, লখনউয়ের মতন ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেখানে দাঁড়িয়ে গত ১১ মে ইডেন গার্ডেন্সে নাইটদের মুখোমুখি হয়েছিল মুম্বই। ওই ম্যাচের আগে কেকেআরের কোচিং স্টাফে থাকা তাঁর একসময়ের সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রোহিত শর্মা। সেই সময়েই আড্ডার ছলে ভিডিয়োতে এমন কিছু কথা রোহিতের মুখে শোনা যায় যা আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে।
ভিডিয়োতে দেখা যায় হাতজোড় করে রোহিত শর্মা কাতরভাবে অনুরোধ করছেন ব্রডকাস্টারদের ক্যামেরাম্যানকে। লখনউ ম্যাচের দিন ঘটে ঘটনাটি। সবটাই রোহিত অবশ্য মজার ছলে এমনটা করেছেন। কারণ তিনি নাইটদের বিরুদ্ধে ম্যাচের আগে ঘটা ঘটনার রিপিট চাননি। ওই ম্যাচের আগে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন রোহিত। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ বছর। সব কিছুরই পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে । এগুলো ওদের ব্যাপার। যাই হোক না কেন ভাই ওটা আমার ঘর। এই মন্দির আমার হাতেই তৈরি।’ এই ভিডিয়ো কেকেআর প্রথমে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেও পরে তা ডিলিট করে দেয়। তবে বিতর্ক থামেনি। আর সেই ঘটনার কথা মাথায় রেখেই লখনউ ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাম্যান তাঁর কাছে যেতেই হাতজোড় করে মজার ছলে রোহিত বলে বসেন, ‘ভাই, অডিওটা মিউট করে দাও। এক অডিওতে আমার বারোটা বেজে গেছে।’ এই ছোট্ট ভিডিয়ো ক্লিপ নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। যদিও পরে এই ভিডিয়োটি ডিলিট করেও দেওয়া হয়েছে। তবে আগামী মরশুমের আইপিএলে রোহিতের সম্ভাব্য গন্তব্য নিয়ে কিন্তু জল্পনা থেকেই যাচ্ছে।