কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতা গৌতম গম্ভীর সম্প্রতি শাহরুখ খানকে বিশাল বড় সার্টিফিকেট দিয়েছেন। তিনি আইপিএলে প্লেয়ার বা সাপোর্ট স্টাফ হিসেবে যেসব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে বলিউডের বাদহাশকে সেরা কর্ণধারের তকমা দিয়েছেন। এবং শাহরুখের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কেকেআর-কে এর আগে টানা সাত বছর নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। ২০২৪ আইপিএলে ফের তিনি নাইট শিবিরে প্রত্যাবর্তন করেছেন, তবে এবার মেন্টর হিসেবে।
গম্ভীরের মেন্টরশিপে কেকেআর এবার দুরন্ত ছন্দে রয়েছে। তারা পয়েন্ট টেবলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। এবং এই মরশুমে একটি দল হিসেবে লড়াই করছে কেকেআর। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর দাবি করেছেন যে, তিনি এবং শাহরুখ খান কখনও-ই ক্রিকেট নিয়ে আলোচনা করেন না, যা অনেকের কাছে অবাক করার মতোই ঘটনা।
আরও পড়ুন: কোন বিষয় চিন্তায় রাখছে নাইটদের?কোথায় এগিয়ে হায়দরাবাদ?কী হবে ২ দলের একাদশ? জানুন যাবতীয় খুঁটিনাটি
গম্ভীর বলেছেন, ‘আমি অতীতে অনেক বার বলেছি যে, আমি আইপিএলে যে সমস্ত মালিকদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে আমার কাছে এসআরকে-ই সেরা কর্ণধার। এর কারণ এই নয় যে, আমি এখন কেকেআরের সঙ্গে যুক্ত রয়েছি। কারণ হল, আমি যে সাত বছর অধিনায়কত্ব করেছি, আমরা ৭০ সেকেন্ডও ক্রিকেট নিয়ে কথা বলিনি।’
আরও পড়ুন: ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ
কেকেআর গত বছর ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল। ২০২২ সালেও তারা সাত নম্বর জায়গাই পেয়েছিল। ২০২১ সালে তারা অবশ্য রানার্স হয়েছিল। যাইহোক এই মরশুমে গম্ভীরের যোগদানের পর থেকে দলটি লড়াকু মেজাজেই রয়েছে। এবং ২০২৪ আইপিএলে তারা টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বারের মতো লিগ টেবলের শীর্ষে শেষ করেছে।
গম্ভীর উল্লেখ করেছেন যে, তাঁর ফিরে আসার পরেও, তিনি এবং শাহরুখ ক্রিকেট নিয়ে আলোচনা করেননি। তিনি ২০১১ সালে তাঁদের প্রথম সাক্ষাতের একটি গল্প শেয়ার করেছেন, যেটি তাঁদের মধ্যে ক্রিকেট নিয়ে একমাত্র আলোচনা বলে দাবি করেছেন গৌতি।
গম্ভীর দাবি করেন, ‘আমি কেকেআর-এ যোগ দেওয়ার পর থেকে আমরা ক্রিকেট নিয়ে কথা বলিনি। আমরা ক্রিকেট নিয়ে কথা বলিও না। ২০১১ সালে যখন আমি প্রথম বার ওর (শাহরুখ খান) সঙ্গে দেখা করি, তখন ও আমাকে প্রথম কথা বলেছিল যে, অভিনয় কী ভাবে করতে হবে, কেউ আমাকে বলে দিক, সেটা আমি পছন্দ করি না। আমি নিশ্চিত যে, কেউ তোমাকে ক্রিকেট খেলা নিয়ে বললে, সেটা তুমিও পছন্দ করবে না। ওই একেবারই কথা হয়েছিল ক্রিকেট নিয়ে। ও আমাকে কখনও জিজ্ঞেস করেনি, আমরা কোন দল নিয়ে খেলছি বা কৌশল কী!’
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, একটি ম্যাচে হারের পর লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা দলের অধিনায়ক কেএল রাহুলের উপর রীতিমতো খারাপ ভাবে চিৎকার চেঁচামেচি করছেন। এই লখনউয়ের সঙ্গে গত দু'বছর যুক্ত ছিলেন গম্ভীরও। তিনি খুব ভালো ভাবেই গোয়েঙ্কাকে কাছ থেকে দেখেছেন। সে কারণেই কি শাহরুখের প্রশংসা করে, এলএসজি-র কর্ণধারকে ঠুকলেন গম্ভীর? বোঝাতে চাইলেন, ক্রিকেটারদের সঙ্গে এই কর্পোরেট কর্মকর্তাদের একটি সীমানা বজায় রাখা উচিত!