জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে। টেলিভিশন রিপ্লে দেখে জাদেজাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। রবিবার চিপকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাই সুপার কিংসের তারকা অল-রাউন্ডারকে। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনাটি ঘটে। আইপিএলের ইতিহাসে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন জাদেজা।
হাসির যুক্তি
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসির যুক্তি অবশ্য কিছুটা আলাদা। তিনি বরং এক্ষেত্রে জাদেজার পাশেই দাঁড়িয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জাদেজার আউট নিয়ে প্রশ্ন করা হয়েছিল মাইকেল হাসিকে। তিনি দাবি করেন, ‘ও পিছনে ঘুরছিল। তাই হয়তো ওর দৌড়নোর পথ বদলে গিয়েছিল। ও সোজা দৌড়তে দৌড়তে কিন্তু পথ বদলায়নি।’
তার পরেই ক্রিকেটের নিয়ম নিয়ে প্রশ্ন তোলের হাসি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘এই ঘটনার দু'টি দিক আছে। আমি বুঝতে পারছি কেন আম্পায়ারেরা আউট দিয়েছেন। ক্রিকেটের নিয়ম বলছে, দৌড়নোর সময় পথ বদলে ফেললে যদি উইকেট আড়াল হয়, তা হলে আউট দেওয়া যায়। আম্পায়ারেরা সেটাই করেছেন। কিন্তু ওঁরা বিষয়টা অন্য ভাবে দেখলেও পারতেন। জাদেজা কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি। ঘুরতে গিয়ে হয়েছিল।’
ঘটনা কী ঘটেছিল?
১৫.৫ ওভারে আবেশ খানের অফ-স্টাম্পের বাইরের বল থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে এক রান পূর্ণ করেন জাদেজা। তবে তিনি দ্বিতীয় রান নিতে আগ্রহী ছিলেন। জাদেজা দু'রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। যদিও নন-স্ট্রাইক থেকে স্ট্রাইকার প্রান্তে পৌঁছনো রুতুরাজ গায়কোয়াড় দুই রান নিতে আগ্রহী ছিলেন না। তিনি ফেরত পাঠান জাদেজাকে। জাদেজা যখন মাঝ পিচে, থার্ডম্যান ফিল্ডারের ছোঁড়া বল তখন উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। স্যামসন স্বাভাবিক ভাবেই নন-স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে জাদেজাকে রান-আউট করার চেষ্টা করেন।
আরও পড়ুন: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খেলে ফেললেন কোহলি, লিখলেন ইতিহাস
অভিযোগ উঠেছে, জাদেজা বুঝতে পেরেছিলেন, সঞ্জু তাঁকে রান-আউট করতে চাইছেন। তাই বাঁচার কৌশল হিসেবে তিনি স্টাম্প আড়াল করে দৌড়নোর চেষ্টা করেন। ফলে স্যামসনের থ্রো গিয়ে লাগে জাদেজার গায়ে। তৃতীয় আম্পায়ার উপলব্ধি করেন যে, জাদেজা ইচ্ছা করেই স্যামসনের ছোঁড়া বল ও স্টাম্পের মাঝখানে এসেছেন। তাই ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট ঘোষণা করা হয়। জাদেজা ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন।
আইসিসি-র নিয়ম কী?
এমসিসি-র ৩৭.১ ধারা অনুযায়ী, যদি কোনও ব্যাটার ইচ্ছাকৃত ভাবে ফিল্ডারকে আটকায় বা বল উইকেটের দিকে যাওয়া থেকে আটকায়, তা হলে তাঁকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ নিয়মে আউট দেওয়া হবে। যদি বলটি নো বা ওয়াইড হয় তা হলেও, এই নিয়মে আউট দেওয়া যেতে পারে। ব্যাটার ইচ্ছাকৃত ভাবে কাজটি করেছে কি না তা ঠিক করার দায়িত্ব আম্পায়ারদের। আবার এমসিসির ৩৭.৪ ধারায় রয়েছে, যদি বোলারের বা ফিল্ডারের অনুমতি না নিয়ে কোনও ব্যাটার বল ধরে (যতক্ষণ না আম্পায়ার ডেড বল ঘোষণা করছে), তা হলেও ফিল্ডিং দল চাইলে সেই ব্যাটারকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ নিয়মে আউট দেওয়া যেতে পারে।