শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের নিঃসন্দেহে অন্যতম সেরা আবিষ্কার অভিষেক শর্মা। বাঁ-হাতি এই তরুণ ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই মারমুখী মেজাজে শুরু থেকেই খেলেছেন। ওডিআই বিশ্বকাপজয়ী অজি ব্যাটার ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেন করতে নেমে প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে একেবারে মারকাটারি ব্যাটিং করেছেন তিনি। তবে এত কিছুর পরেও অর্ধশতরানের দোরগোড়ায় এসে আউট হয়ে ফিরেছেন তিনি। আর এতে তাঁর মেন্টর তথা প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং যে মোটেও খুশি হবেন না, তা জানিয়েছেন অভিষেক শর্মা।
আরও পড়ুন: বেগুনি টুপির লড়াইয়ে যুজিকে টপকে বড় লাফ হর্ষালের, কমলা ক্যাপের তালিকায় শুভমন উঠে এলেন চারে
কেন বা কী কারণে যুবরাজ সিং খুশি হবে না, তাও বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন তিনি। দিল্লি ম্যাচে অভিষেক মাত্র ১২ বলে ৪৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন । তবে তিনি দীর্ঘ সময় ব্যাট করতে পারেননি। আর তাঁর মেন্টর যুবরাজ সিং চান, যত দীর্ঘ সময় সম্ভব অভিষেক থাকুন ক্রিজে। দিল্লি ম্যাচে হায়দরাবাদ ইনিংসের সপ্তম ওভারে একটি ছয় মারতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন অভিষেক। যতক্ষণে আউট হলেন অভিষেক শর্মা, ততক্ষণে হায়দরাবাদের রান পৌঁছে গিয়েছে ১৩০-এ। মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল পরবর্তী বিগ হিটারদের জন্য।
ম্যাচ শেষে ট্র্যাভিস হেডের সঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক দাবি করেছেন, ‘দিনের শেষে ও (যুবরাজ সিং) আমার প্রতি হতাশ হবে! তবে সবদিক বিচার করলে হয়তো ও আমার প্রতি খুশিই হবে। ও সব সময়ে চায়, যাতে আমি দীর্ঘক্ষণ ব্যাট করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা এমন হয়ে গেছে যে, আমরা হয়তো বেশিবার বাউন্ডারির দেখা পাচ্ছি। আমরা যা ভাবনা চিন্তা করছি, তার থেকে বেশিবার দেখা পাচ্ছি বাউন্ডারির। আর সেখানে হয়তো ইনিংস দীর্ঘ না হলেও, বড় রানের ইনিংস খেলছি। তবে আমার মনে হয়, আমি রান করতে পারলে ও খুশিই হবে।’ প্রসঙ্গত, আইপিএলের প্রথম ভাগে অভিষেককে বকুনি শুনতে হয়েছিল যুবরাজ সিংয়ের। কারণ সেবার বড় শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন অভিষেক।