বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: ৫০-১০০-তে নয়,পরিসংখ্যানেও নয়, কাজে বিশ্বাসী MI-এর নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া

IPL 2024: ৫০-১০০-তে নয়,পরিসংখ্যানেও নয়, কাজে বিশ্বাসী MI-এর নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া।

হার্দিকের মতে, পরিসংখ্যান হল শুধুই সংখ্যা মাত্র। তাঁর কাছে এর আলাদা কোনও গুরুত্ব নেই। মুম্বই ইন্ডিয়ান্সের মতে, বেশি পরিসংখ্যান নিয়ে ভাবা মানেই সময় নষ্ট করা।

শুভব্রত মুখার্জি: ২০২৪ সালের মার্চ মাসের শেষ দিকেই শুরু হবে আইপিএলের ১৬তম মরশুম। মরশুম শুরুর আগেই তাদের দলে বেশ কিছু পরিবর্তন করেছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেডিংয়ের মধ্যে দিয়ে তারা গুজরাট টাইটান্স থেকে তাদের দলে ফিরিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে‌। তবে শুধু দলে ফেরানোই নয়‌। দলের অধিনায়কত্বের ভারও তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। দলকে পাঁচ বার ট্রফি জেতানো রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়কত্ব থেকে। আর এমন আবহেই মরশুম শুরুর আগে বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর মতে, তিনি ৫০-১০০-তে বিশ্বাসী নন, পরিসংখ্যানেও নন। তিনি বিশ্বাস করেন একমাত্র কাজে।

আরও পড়ুন: শ্রেয়স কিন্তু রঞ্জি খেলতে অস্বীকার করেননি- তারকা ব্যাটারের পাশে দাঁড়ালেন গাভাসকর

তাঁর মতে পরিসংখ্যান হল শুধু সংখ্যা মাত্র। তাঁর কাছে এর আলাদা কোনও গুরুত্ব নেই। তাঁর মতে, বেশি পরিসংখ্যান নিয়ে ভাবা মানেই সময় নষ্ট করা। উল্লেখ্য, পাঁচ মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়া ২২ গজের বাইরে রয়েছেন। গত বছর ওডিআই বিশ্বকাপে খেলার সময়ে তিনি চোট পান। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট লাগে তাঁর গোড়ালিতে। চোট সারিয়ে সুস্থ হয়ে সবে মাত্র ২২ গজে ফিরেছেন তিনি। তাঁকে দেখা গিয়েছে ডিওয়াই পাটিল টু্র্নামেন্টে খেলতে। তাঁর ভক্তরা মুখিয়ে রয়েছেন তাঁকে আইপিএলে খেলতে দেখতে। হার্দিক পান্ডিয়া নিজেও ভালো করে জানেন, ডি ওয়াই পাটিল টু্র্নামেন্টে খেলার থেকে আইপিএলে খেলা কতটা আলাদা হতে চলেছে। কত কঠিন হতে চলেছে।

আরও পড়ুন: উমেশ, যশের দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে মন্ত্রীর শতরান, ৮২ রানের লিড পেল পণ্ডিতের দল

এমন আবহে আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠান ‘স্টার নেহি ফার’-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে তাঁর স্মৃতি রোমন্থন করেছেন। যেখানে তাঁকে বিভিন্ন প্রশ্ন-উত্তর করা হয়। তাঁকে প্রশ্ন করা হয়, আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর কত? যার উত্তর তিনি দেন। তাঁকে পরবর্তীতে প্রশ্ন করা হয়, আইপিএলে তাঁর মোট অর্ধশতরান কতগুলো? এই প্রশ্নের উত্তর দেয় উপস্থিত দর্শক। তাঁরা জানান, হার্দিকের ১০টি অর্ধশতরান রয়েছে। যার উত্তরে কিছুটা বিস্মিত হয়ে যান হার্দিক নিজেও। বলেন, আমার এতগুলো অর্ধশতরান রয়েছে! এর পর হার্দিককে বাছতে বলা হয়, তাঁর সেরা ইনিংস। যার উত্তরে হার্দিক বলেন, ‘যে ম্যাচগুলোতে আমরা হেরেছি, তার মধ্যে কোনও ইনিংস নিশ্চিত ভাবেই নয়। আমি ৫০-১০০-তে বিশ্বাসী নই। আমি পরিসংখ্যানে বিশ্বাসী নই। আমি একমাত্র কাজে বিশ্বাসী।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মধ্যস্থতা চান না জুনিয়র ডাক্তাররা, এবার খোলাচিঠিতে রাজ্যকে তোপ সব্যসাচী-অনীকদের 'অত্যন্ত সংবেদনশীল...', ভারত-কানাডা সংঘাতের আবহে মোদীকে বার্তা কংগ্রেসের ফের মূল্যবৃদ্ধি, একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! তালিকায় কী কী? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মুর্শিদাবাদে খুন, অভিযোগের তির হুমায়ুঁ কবিরের দিকে ৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা একসঙ্গে সুনিধি-শ্রেয়া! 'ছ্যায়লা'র সুরে মুগ্ধ নেটপাড়া বলছে, 'স্বপ্ন সত্যি হল…' আজ বাদে কাল লক্ষ্মীপুজো, পাঁচালি জোগার করেছেন? দরকার নেই, পড়ে নিন এখান থেকে ট্রুডোর মুখোশ খুললেন তাঁরই দেশের লোক! বিষ্ণোই গ্যাংয়ের যোগের দাবি কানাডার ‘থুতু মিশিয়ে খাবার পরিবেশন’! জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.