হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ আইপিএলে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স করেছে। মুম্বইয়ের এখনও একটি লিগ পর্বের ম্যাচ বাকি। তবে তাদের প্লে অফে যাওয়ার আর কোনও সুযোগ নেই। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই তাদের শেষ আইপিএল ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। তাদের একমাত্র লক্ষ্য থাকবে, শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের লাস্টবয়ের তকমা গা থেকে ছেড়ে ফেলার চেষ্টা করা। তবে এর জন্য শুধু মুম্বইকে যেমন হারাতেই হবে লখনউকে, তেমনই পঞ্জাব কিংসকে তাদের শেষ ম্যাচ হারতে হবে।
হার্দিক-রোহিতকে নিয়ে দলের মধ্যে বিভাজন
তবে মুম্বইয়ের ব্যর্থতার কারণ নিয়ে যখন বিশ্লেষণ করা হচ্ছে, তখন যে প্রধান তথ্যটি উঠে আসছে, সেটি হল, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং এবারের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে পার্থক্য দূরত্ব এবং মত পার্থক্য। এবং এই নিয়ে মুম্বই শিবির দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল এই মরশুমে। এমআই ম্যানেজমেন্ট এই বছরের জন্য হার্দিককে গুজরাট টাইটান্স থেকে ফিরিয়ে আনে এবং তাঁর হাতে নেতৃত্ব তুলে দেয়। সরিয়ে দেয় মুম্বইয়ের সবচেয়ে সফল অধিনায়ক রোহিতকে, যিনি তাদের পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন।
আরও পড়ুন: ব্যাট করতে নামার আগে, ওর ভিডিয়ো ১০০ বার দেখেছিলাম- কোন বোলারের ভয়ে কাঁপতেন রোহিত?
সম্প্রতি রোহিত এবং হার্দিককে কেন্দ্র করে দলের মধ্যে বিভাজনের খবর প্রকাশিত হয়েছে। দৈনিক জাগরণ-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এমআই-এর ভারতীয় খেলোয়াড়রা রোহিতকে অধিনায়ক হিসেবে পুনর্বহাল করার পক্ষে ছিলেন এবং বিদেশি খেলোয়াড়রা ছিলেন হার্দিকের পক্ষে। বিদেশি নিয়োগের ক্ষেত্রে এমআই-এর কোনও বড় নাম অবশ্য নেই।
আরও পড়ুন: T20 World Cup-এর পরেই কি অবসর নেবেন রোহিত? নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন হিটম্যান
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি'ভিলিয়ার্স দাবি করেছিলেন, হার্দিক তরুণ এবং কম অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য খুব ভালো অধিনায়ক। তবে রোহিত, সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরাহের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সঙ্গে তাঁকে সমস্যায় পড়তে হবে। আর সেটাই হয়েওছে। হার্দিকের অবশ্য এমআই-এর বিদেশি খেলোয়াড়দের নিয়ে খুব একটা সমস্যা হয়নি বলেই জানা গিয়েছে।
হার্দিক এবং রোহিতের সম্পর্কের টানাপোড়েন
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, রোহিত এবং হার্দিক এই আইপিএলে খুব কমই একসঙ্গে অনুশীলন করেছেন। ভারত অধিনায়ক, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের আগে হার্দিককে নেটে আসতে দেখে, তাঁরা সেখান থেকে চলে গিয়েছিলেন।
এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিক এবং রোহিতের ফর্মও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হার্দিক ব্যাট হাতে তাঁর এবার সবচেয়ে খারাপ মরশুম কাটিয়েছেন। এদিকে রোহিত টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে চূড়ান্ত অফ-ফর্মে ছিলেন। শোনা যাচ্ছে, পরের মরশুমে রোহিত আর মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না। তি নি দল ছাড়বেন।