আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই শুরু হবে ভারতের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। ইতিমধ্যেই, দল গঠন থেকে শুরু করে যাবতীয় সবকিছু শেষ পর্যায়ে চলে এসেছে। বহু তরুণ ও তারকা ক্রিকেটার জায়গা পেয়েছেন বিভিন্ন দলে। এছাড়াও আবার অনেকে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে নিজেদের সেরাটা তুলে ধরতে কারণ তারপরই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলা হবে টি২০ বিশ্বকাপ। তবে তার আগে আইপিএল নিয়ে বড় মন্তব্য করলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের প্রাক্তন কোচ তথা প্রাক্তন অজি তারকা টম মুডি। আইএলটি২০ দল 'ডেজার্ট ভাইপার্স'এর সঙ্গে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন যে আইপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারের জন্য। কারণ সেখানে পারফরম্যান্সের ভিত্তিতেই দলে সুযোগ হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
টম মুডি বলেন, 'ক্রিকেট বিশ্বের যে কোন টি-টোয়েন্টি টুর্নামেন্টের মতো আইপিএলও গুরুত্বপূর্ণ। এখানে পারফর্ম করা অত্যন্ত জরুরি কারণ যে কোনও আয়োজক দলই দেখতে চাইবে তাদের ক্রিকেটাররা কেমন ক্রিকেট খেলছে। এছাড়াও বড় টুর্নামেন্টগুলিতে কতটা প্রভাবশালী হতে পারবে সেটার দিকেও নজর থাকবে তাদের। যদি কেউ ধারাবাহিকভাবে রান করে বা উইকেট নিতে সফল হয়, তাহলে সেই ক্রিকেটার সুবিধাজনক অবস্থায় থাকার পাশাপাশি নির্বাচকদের নজরেও আসতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার সঙ্গে আত্মবিশ্বাসটাও বাড়বে।'
পাশাপাশি, মুডি আরও জানান যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনেকেরই খেলার অভিজ্ঞতা রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠের সম্বন্ধে কারোর কোনও ধারণা নেই। তিনি বলেন, 'দেখুন বর্তমান প্রজন্মের প্রায় সকল ক্রিকেটারেরই ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তারা ভালো করে জানে সেখানকার পিচ কেমন হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ সম্বন্ধে ধারণা কারোরই নেই একেবারে। বিশ্বের প্রথম সারির ক্রিকেটারদের তাহলে ওরা সবরকম পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে নিজেদের খেলা খেলতে পারবে। যে কোনও বড় দল বা ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সমস্যার কারণ হবে না, পরিস্থিতি যাই হোক না কেন।'
এছাড়াও, বর্তমানে টেস্ট ক্রিকেটের পরিস্থিতি প্রসঙ্গে মুখ খোলেন মুডি এবং দাবি করেন যে আইসিসির উচিত যেভাবেই হোক যেন টেস্ট ক্রিকেট বেঁচে থাকে সেদিকে নজর রাখার, কারণ আগে যে হারে টেস্ট ক্রিকেট খেলা হতো এখন আর তা হয় না বোর্ডগুলির উপর চাপ পড়ে বলে।