২০১২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সুনীল নারিন। যে কারণে বাংলার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। ১২ বছর ধরে তিনি কলকাতার সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত। তাই দিব্যি বাংলা বলতেও শিখে গিয়েছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে নারিনকে অনর্গল বাংলা বলতে শোনা গিয়েছে।
আরও পড়ুন: IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি
অনর্গল বাংলা বলছেন নারিন
কলকাতা নাইট রাইডার্সের শেয়ার করা একটি সাম্প্রতিক ভিডিয়োতে নারিনকে স্পষ্ট বাংলায় কথা বলতে দেখা গিয়েছে। তিনি স্পষ্ট ভাবে নমস্কার, ধন্যবাদ, সুপ্রভাত, কেমন আছো, গণ্ডগোল- এই শব্দ শব্দগুলি কোনও জড়তা ছাড়াই দিব্যি বলে চলেছেন। যথেষ্ট স্পষ্ট উচ্চারণ নারিনের। আজকাল নারিন এই শব্দগুলি নাকি সব সময়েই ব্যবহার করে থাকেন। এই ভিডিয়ো কেকেআর প্রকাশ্যে আনতেই, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২০২৪ মরশুমে আগুনে মেজাজে তারকা অলরাউন্ডার
কলকাতা নাইট রাইডার্সের তারকা ওপেনিং ব্যাটসম্যান এবং স্পিনার সুনীল নারিন চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন। ব্যাটে-বলে তিনি সমান ভাবে ভালো পারফর্ম করে চলেছেন। ২০২৪ মরশুমে কেকেআর-কে সাফল্য এনে দেওয়ার পিছনে রয়েছেন অন্যতম কারিগর হলেন সুনীল নারিন। নারিন ব্যাট হাতে এবার আক্রমণাত্মক মেজাজে রয়েছেন এবং ওপেন করতে নেমে শুরু থেকেই বড় বড় শট খেলে, কেকেআর-কে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন।
নারিন ১২ ম্যাচে ৩৮.৪২ গড়ে ৪৬১ রান করে ফেলেছেন। তাঁর স্ট্রাইকরেট ১৮২.৯৩। একটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। এই মরশুমে আপাতত কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক নারিনই। পাশাপাশি বল হাতেও এবার নজর কেড়েছেন নারিন। ১২ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়েছেন নারিন। তাঁর ইকোনমি রেট ৬.৬৩।
আরও পড়ুন: ব্যাট করতে নামার আগে, ওর ভিডিয়ো ১০০ বার দেখেছিলাম- কোন বোলারের ভয়ে কাঁপতেন রোহিত?
হাসতে মানা নারিনের
তবে সাফল্যের পরেও কখনও হাসতে দেখা যায় না সুনীল নারিনকে। এমন কী উইকেট নেওয়ার পরে উচ্ছ্বাসে ভাসেন না তিনি। কিন্তু কেন? নারিনকে এই প্রশ্ন করা হলে তিনি জানান, এটা পারিবারিক শিক্ষা থেকে এসেছে। নারিনের দাবি, ‘আমার বাবা একবার বলেছিলেন, অতি সাফল্যে বেশি উচ্ছ্বাস দেখিও না, আবার খুব ব্যর্থতায় বেশি ভেঙে পড়ো না। কারণ বাড়তি আবেগ সবেতেই ক্ষতি করে।’ কেকেআর তারকার আরও বলেছেন, ‘শুধু তাই নয়, বাবা এও বলেছিলেন, উইকেট নিয়ে ও রান পেলে বেশি উচ্ছ্বাসমুখর না হওয়াই ভালো। একদিন দেখবে, যাঁর বিরুদ্ধে উইকেট পেলে সে তোমাকে তুলোধনা করে দিয়েছি। সেদিনও ওই ক্রিকেটার তোমার আচরণ মনে রাখবে!’