আইপিএল ২০২৪-এর প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই প্রথম দল হিসেবে আইপিএল ২০২৪-এর প্লে-অফের টিকিক পকেটে পুরবে কেকেআর। এই ম্যাচে হারলেও শেষ চারে যাওয়ার বিস্তর সুযোগ থাকবে কলকাতার সামনে।
এমন অবস্থায় কলকাতা দলে ফেরায় গতবারের ক্যাপ্টেন নীতীশ রানাকে। কলকাতা চলতি আইপিএলে ইতিমধ্যে ১১টি ম্যাচ খেলে ফেললেও রানা খেলেছেন মাত্র ১টি মাত্র ম্যাচ। সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ৯ রান সংগ্রহ করেন নীতীশ। তার পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয় রানাকে। শেষমেশ দলর ১২ নম্বর লিগ ম্যাচে ফের মাঠে নামার সুযোগ মেলে তাঁর।
কেকআর রানার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অভাব টের পায়নি অংকৃষ রঘুবংশীর জন্য। কেননা টপ-মিডল অর্ডারে অংকৃষ কেকেআরের প্রয়োজন যথাযথ মেটাচ্ছিলেন। তবে প্লে-অফের আগে রানাকে সড়গড় হওয়ার সুযোগ দিতেই অংকৃষকে রিজার্ভ বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নেয় কলকাতা।
প্রথমত, পরিস্থিতির নিরিখে রানাকে ফেরানোর এটাই সঠিক সময় কেকেআরের। তবে রঘুবংশীকে বসিয়ে দেওয়া যথাযথ কিনা, সেই বিষয়ে প্রশ্ন উঠতেই পারে। অংকৃষ লখনউয়ের বিরুদ্ধে গত ম্যাচেও ৩২ রানের যোগদান রাখেন কলকাতার ইনিংসে। তিনি টুর্নামেন্টের ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৩.২৮ গড়ে ১৬৩ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৪ রানের। ১৫৫.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন রঘুবংশী।
প্রথমত, কেকেআর তখনও পর্যন্ত প্লে-অফের টিকিট নিশ্চিত করেনি। তার উপর ইডেনে প্লে-অফের কোনও ম্যাচ নেই। তাই শেষ চারের টিকিট নিশ্চিত করার পরে নীতীশ রানাকে কেকেআর দলে ফেরাতে পারত বলে ধারণা বিশেষজ্ঞদের একাংশের। কেননা ইডেনের পিচ ও পরিবেশ পরিস্থিতির সঙ্গে সড়গড় হওয়ার বিশেষ প্রয়োজনীয়তাও নেই আর।
এমন অবস্থায় রঘুবংশীর আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে পারে তাঁকে বসিয়ে দেওয়ায়। তবে একটা বিষয় কেকেআরের জন্য অত্যন্ত ইতিবাচক সন্দেহ নেই। আইপিএলের শেষ দিকে অন্যন্য দল যখন তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একে একে স্কোয়াড থেকে খুইয়ে চলেছে, কেকেআর সেখানে তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে মাঠে ফেরাতে পেরেছে।
আরও পড়ুন:- একটি মাঠে দ্রুততম ১০০০ রান, গেইল-বাবরদের T20 রেকর্ড ভাঙলেন শুভমন গিল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ:-
ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট প্লেয়ার:-
সুয়াশ শর্মা, অনুকূল রায়, বৈভব আরোরা, অংকৃষ রঘুবংশী ও রহমানউল্লাহ গুরবাজ।