শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি খেলছেন ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটেও। লাল বলের ফর্ম্যাটে ইতিমধ্যেই ৫০০-র বেশি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি খেলছেন আইপিএলে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন অশ্বিন। ইতিমধ্যেই তাঁর দল পৌঁছে গিয়েছে কোয়ালিফায়ার-২'এ। আর কোয়ালিফায়ারে খেলতে রাজস্থান দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে চেন্নাইতে। এখানে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ দলের। যে দল জিতবে তারা ফাইনালে খেলবে কেকেআরের বিরুদ্ধে।
আরও পড়ুন… T20 WC 2024-এর আগে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান! চোট নিয়েও দিয়েছেন বড় আপডেট
ঘটনাচক্রে রবিচন্দ্রন অশ্বিনের সামনে সুযোগ রয়েছে ১৩ বছর বাদে ফের একবার চেন্নাইতে আইপিএলের ট্রফি জয়ের। অশ্বিন ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ে শেষবার আইপিএল ট্রফি জিতেছিলেন। তারপর কেটে গিয়েছে ১৩টা বছর। ফের তিনি ফিরে এসেছেন চেন্নাইতে। ফিরে এসেছেন ১৩ বছর বাদে আদরের চিপকে আইপিএলের ট্রফি জয়ের স্বাদ পেতে। ২০১০ এবং ২০১১ সালে পরপর দুবার খেতাব জিতেছিল চেন্নাই। ঘটনাচক্রে অশ্বিন যখন ২০১১ সালে সিএসকের হয়ে আইপিএল জেতেন তখন তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেকও হয়নি। তবে এই টুর্নামেন্ট থেকেই শুরু হয়েছিল অশ্বিনের তারকা হয়ে ওঠার পথ। এরপরেই লাল বলের ফর্ম্যাটে তিনি ধীরে ধীরে কিংবদন্তি ক্রিকেটারে পরিণত হয়ে উঠেছেন।
১৩ বছর বাদে অশ্বিন সেই এম চিদাম্বরম স্টেডিয়ামে ফিরে এসেছেন। যেখানে শুক্রবার মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। একটা সময়ে এম এস ধোনির অধিনায়কত্বে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার অন্যতম অস্ত্র ছিলেন তিনি। বর্তমানে তাঁর রোল অনেকটা বদলেছে। এখন তিনি রান ধরে রাখার দিকে মন দেন। তবে পাশাপাশি উইকেটও নিচ্ছেন এই ৩৭ বছর বয়সী স্পিনার। এই কয়েক বছরে সমৃদ্ধ হয়েছে অশ্বিনের বোলিং ভান্ডারও। তাঁর ভান্ডারে রয়েছে ক্যারম বল, রিভার্স ক্যারম বলের মতন অস্ত্রগুলো।
বুধবার এলিমিনেটরে এভাবেই আরসিবির ক্যামেরুন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন তিনি। চলতি মরশুমে তাঁর প্রথম দিকটা ভালো কাটেনি। প্রথম আট ম্যাচে ঝুলিতে ছিল মাত্র একটি উইকেট। ইকোনমি রেট ৯। দ্বিতীয় ভাগে তিনি ৫ ম্যাচে নিয়েছেন সাত ই। ইকোনমি রেট মাত্র ৬.৮১। ২০০৮ সালের পরে প্রথমবার এবারে ট্রফি জিততে মুখিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তাঁদের এই স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।