বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: শাহরুখ-গৌতির ব্রোম্যান্স- মেন্টরের কপালে কিং খানের ভালোবাসার চুম্বন, নাইট প্লেয়াররাও মুগ্ধ গম্ভীরে- ভিডিয়ো

IPL 2024: শাহরুখ-গৌতির ব্রোম্যান্স- মেন্টরের কপালে কিং খানের ভালোবাসার চুম্বন, নাইট প্লেয়াররাও মুগ্ধ গম্ভীরে- ভিডিয়ো

শাহরুখ-গৌতির ব্রোম্যান্স- মেন্টরের কপালে কিং খানের ভালোবাসার চুম্বন, নাইট প্লেয়াররাও মুগ্ধ গম্ভীরে।

কাগজে-কলমে গম্ভীরের কলকাতার দলের মেন্টর। তবে বকলমে পুরো স্ট্র্যাটেজি, কৌশল সবটাই কিন্তু ঠিক করেছেন গৌতি। ফাইনালের পরে দলের খেলোয়াড়েরা তো কৃতিত্ব দিচ্ছেনই, সেই সঙ্গে কেকেআর-এর অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান তো গম্ভীরে মুগ্ধ। আসলে গম্ভীরের হাত ধরেই তো এবার বদলে গিয়েছে কেকেআর-এর খোলনলচে।

তৃতীয় বার আইপিএল শিরোপা জয়। আবেগে ভাসছে পুরো কলকাতা নাইট রাইডার্স শিবির। আর এই জয়ের পিছনে যিনি আসলে কারিগর, তিনি সে অর্থে নির্বিকার। এমনিতেই তাঁকে হাসতে দেখা যায় খুব কম, তবু রবিবার রাতে সেই রাশভারী গৌতম গম্ভীরের মুখেও হাসির রেখা ফুটে ওঠে। সুনীল নারিন যখন তাঁকে কোলে তুলে নেন, পালটা তিনিও ক্যারিবিয়ান তারকাকে পিছন থেকে কোলে তুলে নেন। প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনও করেন। কিন্তু সবটাই বড় মাপা।

আরও পড়ুন: কেক নিয়ে হোলি, শ্যাম্পেনে স্নান, ট্রফি নিয়ে নাচ- নাইট টিম হোটেলে যেন মায়াবী রাত- ভিডিয়ো

কেকেআর-এর তরফে শিরোপা জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্স পোস্ট করা হয়েছে, যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দ্য টিম বিহাইন্ড দ্য ড্রিম’। মানে পর্দার আড়ালে থেকে এই স্বপ্নপূরণ করতে, যে দলটি কাজ করেছে, অর্থাৎ কোচ এবং সাপোর্ট স্টাফেদের ছবি দিয়ে বানানো হয়েছে গ্রাফিক্সটি। তাতে সবচেয়ে বড় ছবিটা গৌতম গম্ভীরের। তাঁর পেছনে ডান পাশে রয়েছেন কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বাঁ-দিকে সহকারী কোচ অভিষেক নায়ার।

বিশ্বকর্মা কিন্তু গম্ভীরই

কাগজে-কলমে গম্ভীর কলকাতার দলের মেন্টর বা পরামর্শদাতা। তবে বকলমে পুরো স্ট্র্যাটেজি, কৌশল সবটাই কিন্তু ঠিক করেছেন গৌতি। ফাইনাল জয়ের পরে দলের খেলোয়াড়রা তো কৃতিত্ব দিচ্ছেনই, সেই সঙ্গে কেকেআর-এর অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান তো গম্ভীরে মুগ্ধ। প্রধান কোচ এবার গৌতির আড়ালেই চলে গিয়েছেন। আসলে গম্ভীরের হাত ধরেই তো এবার বদলে গিয়েছে কেকেআর-এর খোলনলচে। গম্ভীরের কেকেআর-এ প্রত্যাবর্তব নিঃসন্দেহে দলের ভাগ্য ফিরিয়েছে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে গৌতির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, মেন্টর হিসেবে এবার ফের কলকাতার দলে প্রত্যাবর্তন করতেই দশ বছরের খরা কাটিয়ে খেতাব জিতল নাইটরা।

আরও পড়ুন: প্রথমে বল করার সুযোগই ভাগ্য খুলে দিয়েছে- স্টার্ক-রাসেলের প্রশংসার পাশাপাশি টিম গেমের জয়গান গাইলেন শ্রেয়স

শাহরুখের চুমু গৌতির কপালে

স্বাভাবিক ভাবেই দল চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কিং খান। পুরো দলের সঙ্গে তিনিও সেলিব্রেশনে মাতেন। তবে সুপারস্টারের বাড়তি ভালোবাসা কিন্তু গম্ভীরের জন্য সব সময়েই একটু বেশি। উৎসবের মাঝে দেখা গেল, গম্ভীরকে জড়িয়ে তাঁর কপালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন বলিউডের বাদশাহ। এর আগে কেকেআর-কে চ্যাম্পিয়ন করার পর, গম্ভীরের গালে চুমু খেয়েছিলেন শাহরুখ। আসলে এই গৌতিই তো বারবার কিং খানের স্বপ্ন পূরণ করেছেন। যেন অদৃশ্য জাদুকাঠি নিয়ে ঘোরেন গম্ভীর। যার স্পর্শে শাহরুখের সাধের কেকেআর-এর মাথায় ওঠে রাজার মুকুট।

কেকেআর প্লেয়াররা মুগ্ধ মেন্টরে

শুধু কী শাহরুখ, গম্ভীরকে নিয়ে আবেগপ্রবণ তাঁর দলের প্লেয়াররাও। ফাইনালে ৩ উইকেট নেওয়া আন্দ্রে রাসেল যেমন বলেছেন, ‘জিজি (গৌতম গম্ভীর) শুধু মেন্টর ছিল না, ও প্রতিটি বিভাগেই আমাদের নেতা ছিল। আমার মনে হয়, আমাদের সাফল্যের চাবিকাঠি সেটিই। ও নিশ্চিত করেছে, যাতে প্রত্যেক ব্যাটার এবং বোলার তাদের ভূমিকা সঠিক ভাবে পালন করে। জিজি যে কোনও দলেরই দুর্দান্ত ক্যাপ্টেন।’

আরও পড়ুন: IPL 2024 Final-এ কামিন্সদের লজ্জার হারের পর চোখের জল আটকাতে পারলেন না কাব্য,প্রকাশ্যেই কেঁদে ভাসালেন- ভিডিয়ো

নীতীশ রানা আবার বলছেন, গম্ভীর তাঁদের আত্মবিশ্বাস জুগিয়েছিলেন মরশুম শুরুর আগেই। তাঁর দাবি, ‘গৌতম গম্ভীর যখন আমাদের মেন্টর হিসেবে সই করলেন, আমি হোয়াটসঅ্যাপে তাঁকে অভিনন্দন জানিয়েছিলাম। লম্বা একটা মেসেজ লিখেছিলাম। আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু এটাও বলেছিলেন, যখন ট্রফিটা মঞ্চে উঁচিয়ে ধরব, সেদিনই তিনি সবচেয়ে খুশি হবেন। আজ সেই দিন, আর আমি ওই মেসেজ চিরদিন মনে রাখব।’

গম্ভীরে মুগ্ধ দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীও। তিনি বলেছেন, ‘আমরা মরশুমের শুরুতে পঞ্জাব কিংসের কাছে হেরেছিলাম। জিজি এর পর আমাদের বলেছিল, এই হারই আমাদের ফাইনালে জেতাবে। এখন সেটিই হলো।’

ক্রিকেট খবর

Latest News

চন্দ্রে দৃষ্টি বৃহস্পতির! আর ৫ দিন পরই এই রাজযোগ আসছে, উন্নতির ফোয়ারা ৩ রাশিতে! 'আগের মতো নেই' কৌশানি! সোমলতার গানের সুরে 'কিলবিল সোসাইটি'র কোন ঝলক ফুটে উঠল? মহারাষ্ট্রের স্টাইলে বানিয়ে ফেলুন পোহা, ছোটরাও খাবে চেটেপুটে! রইল রেসিপি ইদে লম্বা ছুটি পেতে চলেছেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা, কত দিন? মহিলার মৃতদেহ পেতে হাইকোর্টে লিভ ইন পার্টনার, হস্তান্তরের নির্দেশ আদালতের পাকিস্তানেই সম্ভব! ভুয়ো কলসেন্টারে অবাধে লুটপাট PBKS SWOT Analysis: বদলাবে কি পঞ্জাবের ব্যর্থতার ছবি? দলের শক্তি ও দুর্বলতা কী? ‘গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন!’ ইজরায়েলের হামলায় প্রতিক্রিয়া ভারতের ‘একজন পড়ুয়া থাকলেও বন্ধ হবে না স্কুল, পড়ানোর দায়িত্ব সরকারের’, বললেন ব্রাত্য পুণের মিনিবাসে ভয়ঙ্কর আগুন, খোলেনি দরজা, ভিতরে আটকে ঝলসে মৃত্যু ৪ জনের

IPL 2025 News in Bangla

PBKS SWOT Analysis: বদলাবে কি পঞ্জাবের ব্যর্থতার ছবি? দলের শক্তি ও দুর্বলতা কী? LSG Possible First XI: ওপেন করবেন কারা? কোন একাদশ নিয়ে নামতে পারেন পন্ত? LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? IPL 2025-এ ৩০০ রান উঠবে! এবিডি-র ভবিষ্যদ্বাণী, পতিদারকে দিলেন নেতৃত্বের পরামর্শ সলিড ব্যাটিং,স্পিনের কেমিস্ট্রি,ধোনির উপস্থিতি CSK-এর শক্তি, আর দুর্বলতাগুলো কী? অধিনায়ক বদল, গৌতির না থাকা, অনভিজ্ঞ পেস-অ্যাটাক- KKR-এর চিন্তা, প্লাস-পয়েন্ট কী? IPL 2025 শুরুর আগে দেখুন কামিন্সের নেতৃত্বাধীন SRH-এর সম্পূর্ণ স্কোয়াড ও সূচি ইশান কি তিন নম্বরে নামবেন? কোন একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স ‘স্টার্ক, কামিন্স নই! তবে ম্যাচ আমিও জেতাতে পারি,’ বলছেন PBKSর 5.5 কোটির তারকা IPL 2025: ওয়াংখাড়েতে MI বাদে অন্য কোনও রঙ দেখতে চাই না… হার্দিকের বিশেষবার্তা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.