২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে পরাজিত করে চতুর্থ বারের মতো আইপিএল ফাইনালে উঠে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্সের ইনিংস ১৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর, রান তাড়া করতে নেমে কেকেআর মাত্র ১৩.৪ ওভারে দুই উইকেটে ১৬৪ রান করে ফেলে।
যাইহোক প্যাট কামিন্সদের সামনে ফাইনালে ওঠার সুযোগ থাকছে। তারা শুক্রবার (২৪ মে) দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে যে দল এলিমিনেটরে জিতবে, তাদের বিরুদ্ধে। কোয়ালিফায়ার টু জিততে পারলে, ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে হায়দরাবাদ। তবে এদিন ব্যাটে-বলে দলের যা পারফরম্যান্স, তাতে মুষড়ে পড়েছে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।
কোয়ালিফায়ার ওয়ানে হারের পর হাল ছাড়ছেন না কামিন্স
‘আমরা দ্রুত এই পরাজয়কে ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো বিষয় হল, আমাদের সামনে দ্বিতীয় কোয়ালিফায়ার রয়েছে, যেটাতে আমাদের সাফল্য অর্জন করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার এমন দিন আসে, যখন কোনও কিছুই ঠিক মতো কাজ করে না। আমরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছি। সেই সঙ্গে বলেও তেমন কিছু করতে পারিনি। আমি ভেবেছিলাম এই উইকেটে ব্যাটিং গুরুত্বপূর্ণ। তবে কেকেআর সত্যিই ভালো বোলিং করেছে, শুরুতে কিছুটা শিথিলতা ছিল এবং পরে সারফেস ভালো হয়েছে। আমরা সবাই ভালো ক্রিকেট খেলছি। এবং একটি নতুন জায়গা (চেন্নাই) আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আমাদের এই হারকে ভুলে সামনে এগিয়ে যেতে হবে।’
ম্যাচের সংক্ষিপ্ত ফল
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু মিচেল স্টার্কের দাপটে পাওয়ার প্লে-তেই মুখ থুবড়ে পড়ে সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডার। প্রথম ৬ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে রাহুল ত্রিপাঠির ৩৫ বলে ৫৫ এবং এনরিখ ক্লাসেনের ২১ বলে ৩২ রানের হাত ধরে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিল সানরাইজার্স। এছাড়া নয়ে নেমে দলের অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করেছিল। যার জেরে সানরাইজার্স ১৫০ রানের গণ্ডি টপকায়। তবে ১৯.৩ ওভারে ১৫৯ করে অলআউট হয়ে যায় তারা। কেকেআর-এর হয়ে মিচেল স্টার্ক নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নিয়েছেন বৈভব আরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।
আরও পড়ুন: হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে- MI-এর ব্যর্থতা নিয়ে দাবি হরভজনের
জবাবে রান তাড়া করতে নেমে খুব সহজেই ১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। ফিল সল্টের পরিবর্তে ওপেন করতে নেমে ১৪ বলে ২৩ করেন রহমানুল্লাহ গুরবাজ। আর এক ওপেনার সুনীল নারিন করেন ১৬ বলে ২১ রান। তবে মূলত কেকেআর-এর দুই আইয়ারের দাপটেই ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতার দল। ২৮ বলে ৫১ করে অপরাজিত থাকেন বেঙ্কটেশ আইয়ার। ২৪ বলে অপরাজিত ৫৮ করেন শ্রেয়স আইয়ার। হায়দরাবাদের টি নটরাজন এবং প্যাট কামিন্স একটি করে উইকেট নিয়েছেন।