দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। এই দিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ ওভারের মধ্যে ১০০ রান করেছিল এই জুটি। সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে পাওয়ার প্লে-তে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ভেঙে দিয়েছিল এই জুটি। এই সময়ে এই ইনিংস দারুণ ভাবে উপভোগ করেছিলেন দর্শকরা। তবে শুধু দর্শক বা বিশেষজ্ঞ নয়, এই ইনিংস দেখে উপভোগ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররাও। রবিবার সেই ভিডিয়ো পোস্ট করেছে আইপিএল কর্তৃপক্ষ।
প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার। খলিল আহমেদের প্রথম ওভারে ওঠে ১৯ রান নেন তাঁরা। পরের ওভারে ললিত যাদব দেন ২১ রান। তৃতীয় ওভারে এনরিখ নরকিয়া ২২ রান দেন। ললিতের পরের ওভারে আসে ২০ রান। পঞ্চম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। তিনিও ২০ রান দেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে মুকেশ কুমার দেন ২২ রান। পাওয়ার প্লে শেষে ১২৫ রানের মধ্যে ট্র্যাভিস হেড ৮৪ ও অভিষেক ৪০ রান করেছিলেন। ভক্ত থেকে ক্রিকেটার, গ্যালারি থেকে ডাগআউট, প্রত্যেকটা মুহূর্ত বেশ উপভোগ করলেন সকলে।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে একদিকে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড চার-ছক্কার ঝড় তুলেছিলেন, অন্যদিকে তখন তাদের চার ছক্কার পরে প্যাট কামিন্স, মায়াঙ্ক আগরওয়ালদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা প্রতিটি শটের সঙ্গে হাততালি দিতে থাকেন। কখনও উঠে দাঁড়িয়ে তো কখনও বসে ডাগআউট থেকেই সতীর্থদের উৎসাহ দিতে থাকেন। একটা সময়ে তাদের দেখ মনে হচ্ছিল, তারাও যেন এই ইনিংসটাকে বিশ্বাস করতে পারছেন না। সেই ভিডিয়ো এখন বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IPL 2024 KKR vs RCB: একই ওভারে দুটি উইকেট, বোলার রাসেল যে ফুরিয়ে যায়নি, সাক্ষী থাকল ইডেন
আইপিএলের পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ২০১৭ সালের প্রতিযোগিতায় চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে কেকেআরের দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিন ৬ ওভারে ১০৫ রান করে এই রেকর্ডটি গড়েছিলেন। তবে এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন ট্র্য়াভিস হেড ও অবিষেক শর্মা। হেড ও অভিষেক ৬ ওভারে তুললেন ১২৫ রান।
নিজেদের রেকর্ড ভাঙার পরে হায়দরাবাদের দুই ব্যাটারের প্রশংসা করেছে কলকাতা নাইট রাইডার্সও। নিজেদের সোশ্যাল মিডিয়াতে তারা সেই ম্যাচ ও এই ম্যাচের ওপেনারদের ছবি দিয়ে লিখেছিল, ‘অসাধারণ। কখনও ভাবতে পারিনি পাওয়ার প্লে-তে লিন ও নারাইনের রেকর্ড কেউ ভেঙে দেবে। হায়দরাবাদ, তোমরা এই মরশুমে দুর্দান্ত খেলছ।’ পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করেন ট্র্যাভিস হেড। দিল্লির বিরুদ্ধে ৬ ওভার শেষে তাঁর রান ২৬ বলে ৮৪। এত দিন এই রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের দখলে। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ২৫ বলে ৬২ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ওয়ার্নারের সামনেই ভেঙে দিয়েছিলেন ট্র্যাভিস হেড।