শুধু বিশ্বের অন্যতম সেরা স্পিনার নন, বরং টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার হিসেবেও বিবেচিত হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এহেন শ্রীলঙ্কান তারকাকে গত আইপিএল নিলামে মাত্র দেড় কোটি টাকায় দলে পেয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। বেস প্রাইসে হাসারাঙ্গাকে কিনে হাতে চাঁদ পাওয়ার মতো উচ্ছ্বাস দেখা যায় নিলামের টেবিলে বসা সানরাইজার্স প্রতিনিধিদের। যদিও তখন অবশ্য হায়দারাবাদ শিবিরের পক্ষে জানা সম্ভব ছিল না যে, ওয়ানিন্দু এবছর তাদের হয়ে মাঠেই নামতে পারবেন না।
স্বাভাবিকভাবেই হাসারাঙ্গার ছিটকে যাওয়া সানরাইজার্স শিবিরের কাছে বড়সড় ধাক্কা হিসেবেই বিবেচিত হয়। তবে হতাশায় হাত গুটিয়ে বসে থাকার পরিবর্তে হায়দরাবাদ আইপিএল ২০২৪-এর মাঝপথেই ওয়ানিন্দুর পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেয়। এক্ষেত্রেও সানরাইজার্স চমক দেয় বলা চলে।
হাসারাঙ্গার বদলি খুঁজে নিতে বসে কোনও প্রতিষ্ঠিত তারকার উপর আস্থা রাখেনি হায়দরাবাদ। বরং তারা দলে নেয় নিতান্ত আনকোরা এক উঠতি ক্রিকেটারকে। ওয়ানিন্দুর বদলে তারা দলে নেয় শ্রীলঙ্কার ২২ বছর বয়সী লেগ-স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্তকে। হাসারাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলেন বিস্তর। এমন পোড়খাওয়া তারকার বদলে সানরাইজার্স যাঁকে দলে নেয়, সেই বিজয়কান্তের আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে শ্রীলঙ্কার জার্সিতে কেবল ১টি টি-২০ ম্যাচ।
কে এই বিজয়কান্ত বিয়াসকান্ত:-
শ্রীলঙ্কার ২২ বছর বসয়ী লেগ-স্পিনার বিজয়কান্ত জাতীয় দলের হয়ে ১টি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়ান গেমসের সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। যদিও ইতিমধ্যেই একাধিক ঘরোয়া টি-২০ লিগে মাঠে নামার অভিজ্ঞতা অর্জন করেছেন বিজয়কান্ত। তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, জাফনা কিংস ও এমআই এমিরেটসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৩৩টি টি-২০ ম্যাচে মাঠে নেমে বিজয়কান্ত সাকুল্যে ৪২টি উইকেট সংগ্রহ করেছেন। যদিও ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন কোনও সম্ভাবনা দেখাতে পারেননি তিনি। এছাড়া ৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমে ১৬টি উইকেট নিয়েছেন বিজয়কান্ত। ৫টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে মোটে ২টি উইকেট নিয়েছেন তিনি।
কত টাকায় সানরাইজার্সে যোগ দিলেন বিজয়কান্ত:-
হাসারাঙ্গাকে ১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই তুলনায় অনেক কম টাকায় তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নিল তারা। বিজয়কান্তকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয় হায়দরাবাদ।