বিরাট কোহলির এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ স্কোরার। বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি। তবু তাঁর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। আর এই পরিস্থিতিতে কোহলির হয়ে এবার ব্যাট ধরেছেন তাঁর ছেলেবলার কোচ রাজকুমার শর্মা। তিনি কোহলির ধারাবাহিকতা এবং এবং ম্যাচ জেতানোর দক্ষতার প্রসঙ্গ তুলে ধরে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
কোহলির পাশে তাঁর শৈশবের কোচ
বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কোহলি ১৯৫.৭৪ স্ট্রাইকরেটে ৪৭ বলে ৯২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। হাঁকিয়েছেন ৭টি চার এবং ৬টি ছক্কা। আর এর পরেই কোহলির হয়ে সরব হয়েছেন রাজকুমার শর্মা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি মন্তব্য করেছেন, ‘কোহলি এমন একজন, যিনি দেশের হয়ে সর্বাধিক সংখ্যক ম্যাচ জিতেছেন। এখনও সকলে ওর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে। ব্যাটে এবং মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের ওর। ভালো করেছ চ্যাম্প। ঈশ্বর তোমার মঙ্গল করুক।’
আরও পড়ুন: ১৭ বছর পর আইরিশদের কাছে লজ্জার হারের দিনই, হাফসেঞ্চুরি করে কোহলির বড় নজির ছুঁলেন বাবর আজম
পঞ্জাবের বিরুদ্ধে দু'শোর কাছাকাছি স্ট্রাইকরেটে রান করেছেন কিং
বৃহস্পতিবার আইপিএলের ডু অর ডাই ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে আরসিবি। আর এই ম্যাচ বেঙ্গালুরুর দলকে জেতাতে বড় ভূমিকা নেন কোহলি। ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন বিরাট। নিজের ইনিংসের পর সম্প্রচারকারী চ্যানেলেরে সঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে সমালোচকদের একহাত নিয়েছেন কিং কোহলি।
আরও পড়ুন: হঠাৎ প্লে-অফে রাসেলকে পাওয়া নিয়ে আশঙ্কার মেঘ, কোথায় যেতে হতে পারে তারকাকে?
নিন্দুকদের বিরাট জবাব
তিনি বলেছেন, ‘গোটা ইনিংসে স্ট্রাইকরেট বজায় রাখার দায়িত্ব ছিল আমার। তাই দ্রুত রান তোলার চেষ্টা করেছি। মনে হয় পেরেছি। পিচে দু'রকম গতি ছিল। উইকেট একটি স্লো ছিল। এখানে রান করা খুব সহজ ছিল না। তার পরেও আমি আর ফ্যাফ (ডু'প্লেসি) চেষ্টা করে গিয়েছি। আর এখন রান সংখ্যার থেকে ব্যাটিংয়ের মান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারও জন্য হঠাৎ করে নিজের খেলা পরিবর্তন করতে পছন্দ করি না।’
আরও পড়ুন: ১০ ওভারের মধ্যে ১৬০-এর উপর রান তাড়া করে জয়, ইতিহাস লিখে লখনউকে হারাল হায়দরাবাদ, আশা শেষ MI-এর
২০২৪ আইপিএলে কোহলির পারফরম্যান্স
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির স্ট্রাইকরেট নিয়ে যতই প্রশ্ন তুলুন নিন্দুকেরা, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। বিরাট কোহলি ২০২৪ আইপিএল মরশুমে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখে চলেছেন। ধারাবাহিক ভাবে প্রায় প্রতি ম্যাচেই রান করছেন তিনি। একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি সহ ১২টি ম্যাচে ৬৩৪ রান করে ফেলেছেন কোহলি। এবার আইপিএলে কোহলিই আপাতত একা ৬০০ রানের গণ্ডি টপকেছেন। তাঁর ৭০.৪৪ এবং স্ট্রাইক রেট ১৫৩.৫১।