২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হব। আর প্রথম ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ১০ বছর পর তারা চ্যাম্পিয়ন দল হিসেবে নতুন মরশুম শুরু করবে। এবং প্রথম ম্যাচেই ঘরের মাঠে ভক্তদের সামনে তারা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।
তবে তার আগে দলের অনুশীলন ম্যাচেই চিন্তায় ফেলে দিয়েছেন কেকেআর-এর অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি মরশুম শুরুর ঢাকে কাঠি পড়ার আগেই ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করে চলেছেন। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং-দের আগ্রাসী ব্যাটিংয়ের পাশে ধুঁকছেন রাহানে।
আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। সমস্ত দল নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। গত মরসুমের চ্যাম্পিয়ন দল কেকেআর-ও গত কয়েক দিন ধরে কঠিন প্রস্তুতি চালাচ্ছে। ঘরের মাঠ ইডেন গার্ডেনে নিজেদের মধ্যেই কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। আর এই প্রস্তুতি ম্যাচেই অধিনায়ক অজিঙ্কা রাহানের ফ্লপ শো অব্যাহত। নিজের দলের বোলারদের সামনে তাঁকে অসহায় লাগছে।
আরও পড়ুন: বয়স বাড়লেও মেজাজ বদলায়নি, মাস্টার্স লিগের ফাইনালে তুমুল ঝামেলা যুবরাজও উইন্ডিজ তারকার- ভিডিয়ো
রাহানের হতাশাজনক ব্যাটিং
সোমবারও (১৭ মার্চ) নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে কেকেআর। এই ম্যাচে দলের হয়ে ওপেন করেন রাহানে। তার সঙ্গে কুইন্টন ডি'কক ওপেন করতে এসেছিলেন। তবে ওপেন করতে নেমে এদিন রাহানে চূড়ান্ত নিরাশ করেন। ৮ বলে মাত্র ১১ রান করে আউট হয়ে যান তিনি। আগের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ হয়েছিলেন তিনি। আর রাহানের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আইপিএল শুরুর আগে চিন্তায় ফেলেছে কেকেআর-কে। সত্যি কথা বলতে, রাহানে যদি এভাবেই পারফর্ম করতে থাকেন, তবে প্রশ্ন উঠবে, তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল কিনা! পারফর্ম না করলেও, অধিনায়ক হিসেবে একাদশের জন্য তিনি ‘অটোমেটিক চয়েস’ হবেন।
আরও পড়ুন: IPL 2025-এ খেলার সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র
শ্রেয়সের জায়গায় অধিনায়ক হন রাহানে
কিছু দিন আগেই নতুন অধিনায়ক হিসেবে রাহানের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমে দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রসঙ্গত, এবার পঞ্জাব কিংসের নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়সকে। রাহানে গত মরশুম পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। এবং ২০২৩ সালে তিনি দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে ২০২৪ সালে রাহানে খারাপ ভাবে ব্যর্থ হন। তবে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সাফল্যের পর, কলকাতা তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দেয়। এখন দেখার, তিনি শ্রেয়স আইয়ারের মতো দলকে চ্যাম্পিয়ন করতে পারেন কিনা!